Business News

‘শেয়ার বাজার চড়লেও কেন অর্থনীতি ঝিমিয়ে পড়ছে?’ প্রশ্ন মোদীর প্রাক্তন উপদেষ্টার

‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’-এর (আইআইএম) আমদাবাদ শাখায় ‘এনএসই সেন্টার ফর বিহেভিয়ারাল সায়েন্স ইন ফিনান্স, ইকনমিক্স অ্যান্ড মার্কেটিং’-এর উদ্বোধনে এসে বৃহস্পতিবার এ কথা বলেন দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১১:৪৫
Share:

দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ন। -ফাইল ছবি।

দিন কে দিন শেয়ার বাজার চ়ড়ছে। তার পরেও কেন দেশের অর্থনীতি উত্তরোত্তর ঝিমিয়ে পড়ছে, তা কিছুতেই মাথায় ঢুকছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়নের।

Advertisement

‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’-এর (আইআইএম) আমদাবাদ শাখায় ‘এনএসই সেন্টার ফর বিহেভিয়ারাল সায়েন্স ইন ফিনান্স, ইকনমিক্স অ্যান্ড মার্কেটিং’-এর উদ্বোধনে এসে বৃহস্পতিবার এ কথা বলেন দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।

গত কালই শেয়ার বাজার নতুন রেকর্ড গড়েছে। দিনের শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) শেয়ার সূচক বেড়ে পৌঁছয় ৪১,৬৭৩.৯২-এ। আর ৩৮.০৫ পয়েন্ট বেড়ে নিফ্‌টি সূচক পৌঁছয় ১২,২৫৯.৭০-এ।

Advertisement

অরবিন্দ বলেন, ‘‘দেখছি দিন কে দিন ভারতের শেয়ার বাজার চড়ছে। এও দেখছি, দেশের অর্থনীতি উত্তরোত্তর ঝিমিয়ে পড়ছে। এটা যে কী ভাবে সম্ভব, আমি তা বুঝতে পারছি না। আজ যে সেন্টারের উদ্বোধন হল, তাদের প্রথম কাজটাই হওয়া উচিত এই ধাঁধার সমাধান করা। এঁরা যদি সেটা করতে পারেন, তা হলে সেই রহস্য জানতে আমি বার বার আমেরিকা থেকে ছুটে আসব।’’

বিশিষ্ট অর্থনীতিবিদ এও কবুল করেছেন, দেশের এখনকার অর্থনীতি যে পথে চলছে, তার আরও অনেক কিছুই তাঁর বোধগম্য হচ্ছে না। তাঁর কথায়, ‘‘অনেক কিছুই আমি বুঝতে পারছি না। যেমন, বুঝতে পারছি না দেশের অর্থনৈতিক বাজারটা চলছে কী ভাবে? তাতে দেশের লাভটা কী হচ্ছে?’’

কয়েক দিন আগেই অরবিন্দ বলেছিলেন, ‘‘ভারতের অর্থনীতিতে এটা মহা-মন্দার সময়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement