—ফাইল চিত্র
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেবে কেন্দ্র, জানালেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। কলকাতায় ডিরেক্ট ট্যাক্স প্রফেশনালস অ্যাসোসিয়েশন (ডিটিপিএ) ও ক্যালকাটা সিটিজ়েন্স ইনিশিয়েটিভ (সিসিআই) আয়োজিত এক সভায় এসে সোমবার তাঁর বার্তা,
বাজেটেই সামনে আসবে সেই পরিকল্পনা। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে অনুরাগ নিশানা করলেন রাজ্য সরকারের শিল্প নীতিকেও। প্রশ্ন তুলে বললেন, ‘‘ভেবে দেখা দরকার, কেন এখানে লগ্নিকারীরা বিনিয়োগে উৎসাহিত হন না। কেন শিল্প গড়তে বাধার মুখে পড়তে হয়? স্থানীয় গুন্ডাদের হেনস্থার শিকার হতে হয়?’’
যা শুনে তৃণমূলের মুখপাত্র ও সাংসদ সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, গোটা দেশে উনি ‘গোলি মারো শালো কো’ হুমকির জন্য পরিচিত। ওঁর সঙ্গে শিল্পের তো তেমন সম্পর্ক নেই! তিনি বলেন, ‘‘সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে কিছু অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তথ্যের উপর ভিত্তি করেই তার জবাব দিয়েছেন। তার পরে বিজেপি চুপ। তবু এমন ক’জন আসছেন, বলছেন, যাঁরা নিজেদের সরকারের তথ্য জানেন না।’’
এ দিন অনুরাগ বলেন, রাজ্যের আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে লগ্নিকারীদের উৎসাহিত করার মতো নীতি কার্যকরের উপরে। সব প্রশ্নের উত্তর তাই রাজ্যকেই দিতে হবে। বিষয়টি ভেবে দেখতে রাজ্যবাসীকেও ডাক দেন তিনি। অনুরাগের দাবি, এখন থেকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রের বদলে প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জোর দেবেন তাঁরা। যার অঙ্গ হিসেবে নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি রাজ্যকে ফার্মা পার্ক তৈরির জন্য বেছেছে কেন্দ্র। যেখানে ওষুধ তৈরির কারখানা হবে। যে তিন রাজ্য সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে, সেখানে পার্ক হবে। কেন্দ্র প্রায় ৬০০০ কোটি টাকার সাহায্য দেবে।