দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে বড় ডিজেল গাড়ি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধে যেতে গাড়ি শিল্পকে নিষেধ করলেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে। মঙ্গলবার গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের প্রেসিডেন্ট বিনোদ দসারি বলেন, শীর্ষ আদালতের নির্দেশের জেরে আট মাস ওই ধরনের গাড়ি বিক্রি বন্ধ থাকায় ৪,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট শিল্পের। বায়ু দূষণের জন্য গাড়ি শিল্পকেই বরাবর কাঠগড়ায় তোলা হয় বলেও যন্ত্রাংশ সংস্থাগুলির সংগঠনের বার্ষিক সভায় অভিযোগ করেন তিনি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই দিন এ কথা বলেন গীতে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে ২ লিটারের বেশি ইঞ্জিনের গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা চাপায় সুপ্রিম কোর্ট। চলতি মাসের শুরুতে যা শর্তসাপেক্ষে তুলে নেয় তারা।