শুল্ক তুলে উলটপুরাণ বেজিংয়ের

বাণিজ্য সংঘাতে ইতি টানার লক্ষ্যে অক্টোবরে ফের আলোচনায় বসছে দু’দেশ। তার আগে বেজিংয়ের এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৬
Share:

প্রতীকী ছবি।

দীর্ঘ দিন ধরে আমেরিকা ও চিনকে শুধু পরস্পরের উপরে শুল্ক আর পাল্টা শুল্ক বসাতে দেখছে গোটা বিশ্ব। কিন্তু আচমকাই সামনে এল উল্টো ছবি। বুধবার চিন জানাল, ১৬টি শ্রেণির মার্কিন পণ্যকে শুল্ক থেকে রেহাই দিচ্ছে তারা।

Advertisement

বাণিজ্য সংঘাতে ইতি টানার লক্ষ্যে অক্টোবরে ফের আলোচনায় বসছে দু’দেশ। তার আগে বেজিংয়ের এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে দাবি সংশ্লিষ্ট মহলের। বিশেষত গত ১ সেপ্টেম্বরই যেখানে একে অপরের পণ্যে নতুন করে শুল্ক বসিয়েছিল তারা। চিন থেকে মার্কিন মুলুকে আসা জুতো, পোশাক-সহ নানা পণ্যে কর বসায় ওয়াশিংটন। আর প্রথম বার মার্কিন অশোধিত তেলে শুল্ক চাপায় বেজিং।

চিনের ঘোষণা, ১৭ সেপ্টেম্বর থেকে বেশ কিছু মার্কিন পণ্যে শুল্ক উঠবে। আমদানি শুল্ক কমিশন এ সংক্রান্ত দু’টি তালিকা প্রকাশ করে জানিয়েছে, এই সুবিধা বৈধ থাকবে এক বছর। ক্যান্সারের ওষুধ, সামুদ্রিক খাবার, মাছের খাবারের মতো বিভিন্ন ধরনের পণ্য আছে এতে। সূত্রের দাবি, এই প্রথম বেজিং শুল্ক রেহাই দিতে পণ্যের নাম ঘোষণা করল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement