—প্রতিনিধিত্বমূলক ছবি।
পুজোর মুখে রাজ্যে মদের দাম বাড়ছে। সূত্রের খবর, দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েকমাস আগে। নতুন দাম দেওয়া বোতল প্রস্তুত হচ্ছে মাঝ অগস্ট থেকে। বাজারে বর্ধিত দামের সেই মদ ঢুকছে। তবে পুরনো মজুতের মদ আপাতত আগের দামেই কেনা যাবে। সংশ্লিষ্ট মহলের দাবি, গত বছর আবগারি খাতে রাজস্ব প্রায় ১০% বেড়ে ১৭০০ কোটি টাকা হয়েছিল। এ বছর ১৮০০ কোটি হতে পারে।
সূত্রের দাবি, বিয়ারের দাম বাড়ছে ২০-৪০ টাকা। দেশি মদের বোতল ৫ টাকা। দেশে তৈরি বিদেশি মদের দাম (কম দামের বোতলে পরিমাণ অনুযায়ী) ১০-৪০ টাকা করে বাড়ছে। ওই গোত্রে তুলনায় দামি মদের দাম ১০০ টাকা মতো বাড়তে পারে। তা ছাড়া বিদেশি মদের যেগুলি এ দেশে বোতলজাত হয়, তা ১৫০-২০০ টাকা বাড়ার কথা। আবার আমদানিকৃত বিদেশি মদ বাড়ছে ৫০-২০০০ টাকা।
উৎসবে মদ বিক্রি বাড়ে বলে জানাচ্ছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই। তাঁদের একাংশের মতে, গরমে বিয়ারের জোগানে ঘাটতি থাকে। তার উপরে সেটির দাম বাড়ায় দেশি মদের বিক্রি মাথা তুলতে পারে। বিক্রি বাড়তে পারে কম দামি বিদেশি মদেরও। তবে যে সব রাজ্যে আমদানি করা মদের দাম কম, সেখান থেকে তা এ রাজ্যে ঢোকার আশঙ্কা। তবে এক কর্তার দাবি, ‘‘এখনই তা বলার সময় আসেনি। হাল বুঝতে সময় লাগবে।’’