আজ, বুধবার সন্ধ্যেয় ১৫ মিনিটের জন্য বন্ধ থাকছে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের সব পেট্রোল পাম্প। জ্বালানো হবে না আলোও। একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে অক্টোবর ও নভেম্বরের যে চার দিন সাময়িক ও পূর্ণ সময়ের জন্য বিক্রি বন্ধের ডাক দিয়েছে পাম্প মালিকদের সংগঠন অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন, সেই কর্মসূচিই শুরু হচ্ছে এ দিন। আজ সন্ধ্যে ৭টা থেকে ৭.১৫ পর্যন্ত চলবে ওই প্রতীক ধর্মঘট। তখন কোনও পাম্প থেকে পেট্রোল, ডিজেল বা সিএনজি মিলবে না। এর জেরে গাড়ির মালিকরা অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা।
ডিলারদের ধর্মঘট কর্মসূচি অনুযায়ী, বুধবারের মতো ২৬ অক্টোবরও সন্ধ্যে ৭-৭.১৫ প্রতীক ধর্মঘট হবে। ৩ নভেম্বর পাম্পগুলি তেল সংস্থার কাছ থেকে জ্বালানি কিনবে না। আর ১৫ নভেম্বর জ্বালানি কেনা-বেচা দুই-ই বন্ধ থাকবে। সে দিন পাম্পে পূর্ণ সময়ের ধর্মঘট।
ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন জানান, তাঁদের দাবিগুলির মধ্যে আছে তেল সংস্থার থেকে পাম্প মালিকদের প্রাপ্য লভ্যাংশ নির্ণয়ের পদ্ধতি বদল ও তার হার বৃদ্ধি, সম্পূর্ণ পরিকাঠামো তৈরি না-হওয়া পর্যন্ত তেলে ইথানল না-মেশানো, তেল মজুত ও বিক্রির ব্যবস্থা স্বয়ংক্রিয় করা ইত্যাদি। তাঁর দাবি, দেশে প্রায় ৩৩,০০০ পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘটের কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। এ রাজ্যে আড়াই হাজারেরও বেশি পাম্প তা পালন করবে।