আলিবাবায় মা বিদায়

অনেকে বলছেন, চিন-মার্কিন শুল্ক-যুদ্ধ তুঙ্গে। মেধাস্বত্ব নিয়ে সমস্যা রয়েছে। তার উপরে চিনের বাইরে খুব একটা দখল বাড়াতে পারছে না আলিবাবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০২
Share:

অন্য রূপে: যেন রকস্টার। জন্মদিনেই আলিবাবার শীর্ষ পদ ছাড়লেন জ্যাক মা। রয়টার্স

হাতে গিটার, গলায় গান। মঙ্গলবার ৫৫ বছরে পা দিলেন চিনা ই-কমার্স সংস্থা আলিবাবার অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক মা। আর পূর্ব ঘোষণা মতো এ দিনই সংস্থার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। তার আগে চিনের হ্যাংঝাউয়ে আলিবাবার ২০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রতি বারের মতোই রকস্টারের ভূমিকায় দেখা গেল মা-কে। তবে আগামী দিনে সংস্থার পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে থাকবেন তিনি। আর মা-এর হাতে তৈরি আলিবাবা চালাবেন তাঁরই বেছে নেওয়া ড্যানিয়েল ঝ্যাং। যিনি বর্তমানে সংস্থার সিইও।

Advertisement

অনেকে বলছেন, চিন-মার্কিন শুল্ক-যুদ্ধ তুঙ্গে। মেধাস্বত্ব নিয়ে সমস্যা রয়েছে। তার উপরে চিনের বাইরে খুব একটা দখল বাড়াতে পারছে না আলিবাবা। এই পরিস্থিতিতে ৪৬,০০০ কোটি ডলারের এই তথ্যপ্রযুক্তি গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন ঝ্যাংয়ের সামনে চ্যালেঞ্জ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement