Advance Income Tax

অগ্রিম আয়করের শেষ তারিখে বিপত্তি, রবিবার হওয়ায় লাগবে অতিরিক্ত চার্জ?

১৫ ডিসেম্বর, রবিবার অগ্রিম আয়করের তৃতীয় কিস্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ রেখেছে আয়কর দফতর। সপ্তাহের প্রথম দিনে ব্যাঙ্ক বন্ধ থাকলে কী করবেন করদাতারা? অগ্রিম কর জমায় তাঁদের দিতে হবে অতিরিক্ত চার্জ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৬
Share:

—প্রতীকী ছবি।

আয়করদাতাদের অগ্রিম কর মেটানোর সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে করের টাকা না মেটালে জরিমানার মুখে পড়তে হয় তাঁদের। ২০২৫-২৬ মূল্যায়ন বছরের তৃতীয় কিস্তির অগ্রিম কর জমা করার ক্ষেত্রে ডিসেম্বর মাস পর্যন্ত সময় দিয়েছে আয়কর দফতর। এ মাসের ১৫ তারিখের পর আর এই সুযোগ পাবেন না করদাতারা।

Advertisement

আয়কর আইন অনুযায়ী, বছরে ১০ হাজার টাকা কর প্রদানকারীরা অগ্রিম টাকা জমা দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। বেতনভুক্ত এবং বেতনভোগী নয়, দু’ধরনের ব্যক্তিরা অগ্রিম কর জমা করতে পারেন। ভাড়া থেকে আয়, সুদ থেকে আয়, স্টকের লগ্নিকারী, চিকিৎসক বা আইনজীবীর মতো স্বোপার্জিত ব্যক্তি, ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার উচ্চ বেতনের পদস্থ কর্তাদের জন্য এই সুবিধা রেখেছে আয়কর দফতর। তবে ষাটোর্ধ্বদের ক্ষেত্রে ব্যবসা বা পেশাগত কোনও জায়গা থেকে উপার্জন না থাকলে অগ্রিম করের আওতা থেকে তাঁদের বাদ রাখা হয়েছে।

২০২৫-২৬ মূল্যায়ন বছরের অগ্রিম কর প্রদানের তৃতীয় কিস্তির শেষ তারিখ ১৫ ডিসেম্বর ধার্য করেছে আয়কর দফতর। এই কিস্তিতে করদাতাদের চলতি আর্থিক বছরের (২০২৪-২৫) মোট করের ৭৫ শতাংশ জমা করতে হবে। কিন্তু, ১৫ তারিখ রবিবার হওয়ায় শেষ দিনে আদৌ অগ্রিম কর জমা করা যাবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি, পরের দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর, সোমবার পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছেন করদাতাদের একাংশ।

Advertisement

আয়কর দফতর জানিয়েছে, অগ্রিম কর কিস্তির শেষ তারিখে টাকা জমা করার সংশ্লিষ্ট ব্যাঙ্ক বন্ধ থাকলে পরের কর্মদিবস পর্যন্ত এই সুবিধা মিলবে। ফলে এ বছরের ডিসেম্বরের ১৬ তারিখ অগ্রিম করের তৃতীয় কিস্তির টাকা জমা করতে পারবেন করদাতারা। এ ক্ষেত্রে কোন রকমের অতিরিক্ত চার্জ দিতে হবে না তাঁদের।

করদাতারা অবশ্য চতুর্থ কিস্তিতেও অগ্রিম কর মিটিয়ে দেওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের (পড়ুন ২০২৫) ১৫ মার্চ শেষ তারিখ রেখেছে আয়কর দফতর। চতুর্থ কিস্তিতে ২০২৪-২৫ আর্থিক বছরের ১০০ শতাংশ কর জমা করতে হবে। অগ্রিম কর অবশ্য অনলাইনেও জমা করার সুযোগ দিয়ে রেখেছে আয়কর দফতর। এর জন্য করদাতাদের কেন্দ্রীয় সংস্থাটির সরকারি ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

এ ছাড়া নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের শাখায় এই অগ্রিম কর জমা নেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট দফতর। জরিমানা এবং অতিরিক্ত টাকা দেওয়া এড়াতে করের হিসাব নির্ভুল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। করদাতাকে এ ক্ষেত্রে সমস্ত উৎস থেকে আয় এবং কর ছাড়ের দিকটি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement