আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশে ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। গড়া হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গোলাবারুদ তৈরির কারখানাও। এর জেরে ওই রাজ্যে ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে। শুক্রবার ওই বিপুল অঙ্কের বিনিয়োগের ঘোষণা করার পর এই দাবি করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
যোগী আদিত্যনাথ সরকারের রাজ্যে বাৎসরিক বাণিজ্য সম্মেলনে গিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ করছি। আশা করছি এতে ৩০ হাজারেরও বেশি চাকরির সুযোগ পাবেন কর্মপ্রার্থীরা।’’
এই বিপুল অঙ্কের মধ্যে ইতিমধ্যেই ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন আদানি। তিনি বলেন, ‘‘এ রাজ্যে আগেই ট্রান্সমিশন, বিকল্প শক্তি, পানীয় জল, অগ্রি-লজিস্টিক্স এবং আমাদের ডেটা সেন্টারের ব্যবসায় ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছি আমরা। এ বার রাস্তা এবং পরিবহণ কাঠামোয় আরও ২৪,০০০ কোটি টাকা ঢালা হবে। পাশাপাশি, মাল্টি-মডেল লজিস্টিক্স এবং প্রতিরক্ষা খাতে ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করব।’’
উত্তরপ্রদেশের কানপুরে গোলাবারুদ তৈরির কলকারখানাও গড়তে চায় আদানি গোষ্ঠী। গোষ্ঠীর ধনকুবের চেয়ারম্যানের দাবি, ‘‘উত্তরপ্রদেশের প্রতিরক্ষা করিডরে এই প্রথম এত বড় বিনিয়োগ করবে কোনও বেসরকারি সংস্থা। দক্ষিণ এশিয়ার মধ্যে এ ধরনের সবচেয়ে বড় মাপের কারখানা চত্বর হবে এটি।’’