বৃহস্পতিবার আদানি কাণ্ড নিয়ে বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।
বুধবারের পরে আজ ফের বাড়ল আদানি গোষ্ঠীর সবক’টি নথিভুক্ত সংস্থার শেয়ার দর। বৃহস্পতিবার আদানি কাণ্ড নিয়ে বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। দু’মাসের মধ্যে রিপোর্ট দেবে তারা। এ দিকে, আজই আমেরিকার একুইটি সংস্থা জিকিউজি পার্টনার্সকে চারটি সংস্থার অংশীদারি বিক্রির কথা জানিয়েছে আদানি গোষ্ঠী। এর হাত ধরে তোলা হয়েছে ১৫,৪৪৬ কোটি টাকা। এই দুই ঘটনার প্রভাবই তাদের শেয়ার দরে পড়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
আদানিরা জানিয়েছে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োন, আদানি এন্টারপ্রাইজ়েস, আদানি ট্রান্সমিশন এবং আদানি গ্রিন এনার্জির শেয়ার বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বাজারে গৌতম আদানির গোষ্ঠীর ২.২১ লক্ষ কোটি টাকা ঋণ। যাদের অনেকগুলিই পরের অর্থবর্ষের মধ্যে শোধ দিতে হবে। এ দিকে গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পরে টানা পড়ছে নথিভুক্ত ১০টি সংস্থার শেয়ার দর। এই পরিস্থিতিতে শেয়ার বেচেই ঋণ শোধের টাকা জোগাড়ের পথে হাঁটছে তারা।
তবে পড়েছে শেয়ার সূচক। আজ সেনসেক্স নামল ৫০১.৭৩ পয়েন্ট। দিনের শেষে থামল ৫৮,৯০৯.৩৫ অঙ্কে। নিফ্টিও ১২৯ পয়েন্ট পড়ে হয়েছে ১৭,৩২১.৯০ অঙ্ক। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে দুর্বলতা এবং আমেরিকার মূল্যবৃদ্ধি আরও বেশি দিন ধরে চড়া থাকার আশঙ্কাই টেনে নামিয়েছে সূচককে।