—প্রতীকী চিত্র।
দু’বছর এক জায়গায় স্থির থাকার পরে পেট্রল-ডিজ়েলের দাম সম্প্রতি লিটার পিছু ২ টাকা করে কমেছে। কিন্তু এই ছিঁটেফোঁটা সুরাহায় কার কতটুকু লাভ হবে, ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। বিরোধী শিবিরের অভিযোগ, আমজনতার কথা না ভেবে শুধু আসন্ন ভোটে ফায়দা তোলা লক্ষ্য বলেই মাত্র ২ টাকা কমিয়ে নাম কেনার চেষ্টা করা হয়েছে। ঠিক যে কারণে রান্নার গ্যাস দামও হালে ১০০ টাকা কমল। এই পরিস্থিতিতে পরিসংখ্যান বলছে, পেট্রল-ডিজ়েলের দাম সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কেরলে। পেট্রল এখনও দেশের বহু জায়গায় লিটার পিছু ১০০ টাকার উপরে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
কেন্দ্র ইতিমধ্যেই চড়া দামের দায় ঠেলেছে বেশ কিছু রাজ্যে চড়া ভ্যাটের দিকে। তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী দাবি করেছেন, বিরোধীশাসিত রাজ্যগুলি ভ্যাট না কমানোয় দাম বেশি। বিজেপিশাসিত রাজ্য তা কমিয়ে মানুষকে সুরাহা দিয়েছে।
তথ্য বলছে, ওয়াইএসআরসিপি শাসিত অন্ধ্রপ্রদেশে পেট্রল সর্বোচ্চ, লিটার পিছু ১০৯.৮৭ টাকা। এর পরেই বাম শাসিত কেরলে ১০৭.৫৪ টাকা। কংগ্রেস সরকারের তেলঙ্গানায় তা ১০৭.৩৯ টাকা। তবে এটাও স্পষ্ট, বিজেপি শাসিত রাজ্যগুলি অ-বিজেপি রাজ্যের থেকে অনেক পিছনে বলা যাবে না। ভোপালে (মধ্যপ্রদেশ) পেট্রল ১০৬.৪৫ টাকায়। পটনায় (বিহার, বিজেপি-জেডিইউ জোট সরকার) ১০৫.১৬ টাকা, জয়পুরে (রাজস্থান) ১০৪.৮৬ এবং মুম্বইয়ে (মহারাষ্ট্র) ১০৪.১৯ টাকা। পেট্রল যথেষ্ট চড়া পশ্চিমবঙ্গেও। লিটার ১০৩.৯৩ টাকা। সব থেকে সস্তা আন্দামান ও নিকোবরে, লিটার ৮২ টাকা। তার পরেই সিলভাসা ও দমন। ভ্যাট কম হওয়ায় দিল্লি, পানাজি, আইজ়ল, গুয়াহাটিতেও দাম কম।
ডিজ়েলের লিটার ১০০ টাকার নীচে রয়েছে। তবে তথ্য অনুযায়ী, ছবিটা পেট্রলের মতোই। সব থেকে দামি অন্ধ্রপ্রদেশেরই অমরাবতীতে, বিকোচ্ছে ৯৭.৬ টাকা। তার পরে তিরুঅনন্তপুরম (কেরল), হায়দরাবাদ (তেলঙ্গানা)। দাম যথাক্রমে ৯৬.৪১, ৯৫.৬৩ টাকা। মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, বিহারে ৯২-৯৩ টাকা। সবচয়ে কম আন্দামান নিকোবরে, ৭৮ টাকা। পশ্চিমবঙ্গে ৯০.৭৬ টাকা।