business news

ফেসবুক-সহ ৫ কোম্পানির পর এ বার জিয়োর শেয়ার কিনছে আবু ধাবির মুবাদালাও

গত ৬ সপ্তাহেরও কম সময়ে ৬টি নামজাদা বিদেশি সংস্থা শেয়ার কিনল জিয়োর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ১১:৪৪
Share:

এগিয়ে চলেছে জিয়োর বিজয়রথ। -ফাইল ছবি।

শিল্পপতি মুকেশ অম্বানীর জিয়ো প্ল্যাটফর্মের এখন তুঙ্গে বৃহস্পতি! ফেসবুক, কেকেআর-সহ নামজাদা পাঁচটি বিদেশি সংস্থার পর এ বার জিয়োর শেয়ার কিনছে আবু ধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানিও।

Advertisement

মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের তরফে শুক্রবার জানানো হয়েছে, জিয়োর ১.৮৫ শতাংশ শেয়ার কিনছে মুবাদালা।

গত ৬ সপ্তাহেরও কম সময়ে ৬টি নামজাদা বিদেশি সংস্থা শেয়ার কিনল জিয়োর। তার ফলে, অম্বানীর সংস্থায় বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৬৫৫ কোটি ৩৫ লক্ষ টাকা। বিনিয়োগের পরিমাণে তৃতীয় স্থানে থাকল মুবাদালা।

Advertisement

এর আগে মুকেশের জিয়ো প্ল্যাটফর্মের শেয়ার কিনেছিল ফেসবুক, সিলভার লেক, ভিস্টা ইক্যুইটি পার্টনার্স, জেনারেল আটলান্টিক এবং কেকেআর।

জিয়োর শেয়ার সবচেয়ে বেশি কিনেছে ফেসবুক। ৯.৯৯ শতাংশ। তার পরেই রয়েছে ভিস্টা এবং কেকেআর। দু'টি সংস্থাই জিয়োর শেয়ার কিনেছে ২.৩২ শতাংশ করে। জেনারেল আটলান্টিক কিনেছে জিয়োর ১.৩৪ শতাংশ শেয়ার। সিলভার লেক কিনেছে ১.১৫ শতাংশ শেয়ার।

আরও পড়ুন: বিদ্যুৎ বণ্টন সংস্থাকে সরবরাহ এলাকা বৃদ্ধির পরামর্শ মমতার

আরও পড়ুন: রাস্তায় এ বার বিএমএস-ও

এ দিন রিলায়্যান্সের তরফে জানানো হয়েছে, ৯ হাজার ৯৩ কোটি ৬০ লক্ষ টাকায় মুকেশের জিয়ো প্ল্যাটফর্মের ১.৮৫ শতাংশ শেয়ার কিনছে আবু ধাবির রাষ্ট্র-পরিচালিত সংস্থা মুবাদালা। কোনও ভারতীয় সংস্থায় এর আগে এই পরিমাণে লগ্নি করেনি মুবাদালা।

মুবাদালার বিনিয়োগ জিয়োর প্রযুক্তির উন্নয়ন ঘটাতে ও দীর্ঘ মেয়াদে জিয়োর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক হবে বলে জানিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।

রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী বলেছেন, ‘‘বিশ্বে বিকাশের ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে মুবাদালার মতো অগ্রদূত সংস্থা জিয়োর শেয়ার কেনায় আমি খুশি। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা যে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতকে বিশ্বে সামনের সারিতে নিয়ে যাওয়ার লড়াইয়ে মুবাদালার মতো সংস্থা আমাদের পাশে দাঁড়িয়েছে।’’

গত ৬ সপ্তাহ ধরে একের পর এক নামজাদা বিদেশি সংস্থার বিনিয়োগের ফলে শুক্রবার মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ২.৩৯ শতাংশ বেড়ে পৌঁছছে ১ হাজার ৬১৭ টাকা ৭০ পয়সায়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement