বাধ্যতামূলক নয় মোবাইলের সিম সংযোগে, আধার শুধু ভর্তুকি-পেনশন অ্যাকাউন্টে

তবে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) দাবি, আধার ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে ঠিকই। কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত না থাকলে সেখানে রান্নার গ্যাস বা অন্য কোনও সরকারি ভর্তুকির টাকা জমা পড়বে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৯
Share:

ফাইল ছবি

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হোক বা মোবাইলের সিম কেনা— এই দুই কাজের কোনওটিতেই আধার নম্বর বাধ্যতামূলক নয় বলে বুধবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরেই গ্রাহকদের তরফে উঠেছে প্রশ্ন, তা হলে কি সিম কিনতে গেলে আর আধার দিতে হবে না? ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হবে না তো? প্রাথমিক প্রতিক্রিয়ায় এ দিন ব্যাঙ্কিং ও টেলিকম শিল্প মহল স্পষ্ট বার্তা, সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো ওই সব ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হবে না। ফলে সংশ্লিষ্ট মহলের অনেকেরই দাবি, এ বার থেকে ফোনের দোকানে বা ব্যাঙ্কে আর আধার চাওয়ার প্রশ্নই উঠবে না।

Advertisement

তবে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) দাবি, আধার ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে ঠিকই। কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত না থাকলে সেখানে রান্নার গ্যাস বা অন্য কোনও সরকারি ভর্তুকির টাকা জমা পড়বে না।

এমনকি কিছুটা ধোঁয়াশা আছে পেনশন অ্যাকাউন্ট নিয়েও। যেখানে পেনশন পেতে প্রতি বছর নভেম্বরে সংশ্লিষ্ট গ্রাহককে জীবিত থাকার প্রমাণ হিসেবে ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এখন এই লাইফ সার্টিফিকেট যাচাই (ভেরিফিকেশন) করতে ব্যবহার হয় আধার। এতে আধার নম্বর ও নির্দিষ্ট মেশিনে গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে ওই যাচাইয়ের কাজ সারেন ব্যাঙ্ক অফিসারেরা। এ জন্য গ্রাহক ব্যাঙ্কে যান অথবা প্রয়োজনে ব্যাঙ্কের অফিসাররা গ্রাহকের বাড়িতে আসেন। অনেকেরই প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের পর কী ভাবে হবে যাচাই প্রক্রিয়া? এসএলবিসি জানিয়েছে, এ সংক্রান্ত কোনও নির্দেশ এখনও আসেনি। বিষয়টি সঠিক ভাবে জানানোর জন্য নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

Advertisement

ব্যাঙ্কিং শিল্পের দাবি, অ্যাকাউন্ট খুলতে আধার না লাগলেও, কেওয়াইসি বি‌ধি মানতেই হবে। প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদির মাধ্যমে গ্রাহক পরিচয় প্রমাণ করতে পারবেন।

এ দিকে, গ্রাহকদের দাবি মোবাইলের সিম কিনতেও এখন আধার লাগে। বিশেষত রিলায়্যান্স জিয়োর। সে ক্ষেত্রে এ বার তাদের সিম মিলবে কী ভাবে? এ দিন রাত পর্যন্ত জিয়োর জবাব মেলেনি। যদিও ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল সূত্রের দাবি, তারা টেলিকম দফতর (ডট) স্বীকৃত অন্যান্য নথির ভিত্তিতেও সিম দেয়। টেলি শিল্পের সংগঠন সিওএআইয়ের ডিজি রাজন এস ম্যাথুজও বলছেন, সেই ব্যবস্থা আগে থেকেই রয়েছে। তবে ডটের নতুন নির্দেশ এলে তা মেনে চলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement