এ বার ক্যানসার রোগের চিকিৎসার জন্য আলাদা বিমা চালু হল বাজারে। আনল এইচডিএফসি লাইফ ইনশিওরেন্স। সংস্থা কর্তৃপক্ষের দাবি, শুধু ক্যানসার চিকিৎসার জন্য বিমা তাঁরাই প্রথম বাজারে ছাড়লেন। বিশেষত্ব হল, সাধারণ স্বাস্থ্যবিমার মতো সেটির প্রতি বছর নবীকরণের প্রয়োজন নেই। ২০ বছর পর্যন্ত মেয়াদের বিমাও কিনতে পারেন গ্রাহক। সংস্থা জানিয়েছে, এটি করানো যাবে ৫৫ বছর বয়স পর্যন্ত।
গ্রাহক ইচ্ছা করলে প্রিমিয়ামে ছাড় এবং মাসিক আয়ের মতো অতিরিক্ত সুযোগও নিতে পারেন। বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে ‘সিলভার’, ‘গোল্ড’ ও ‘প্ল্যাটিনাম’ নামে তিন ধরনের প্রকল্প আনা হয়েছে। সংস্থার এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ত্রিপাঠী বলেন, ‘‘সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি বছর ১০ লক্ষ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। সাধারণ স্বাস্থ্যবিমা ক্যানসার চিকিৎসায় যথেষ্ট নয়। আমাদের প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিমা করানো যাবে।’’
তবে পলিসি কেনার পরে মেয়াদের পুরো সময়ে বার্ষিক প্রিমিয়াম সমান না-ও থাকতে পারে। সঞ্জয়বাবু জানান, ‘‘তিন বছর অন্তর প্রকল্পের মূল্যায়ন হবে। তার ভিত্তিতে বাড়তে বা কমতে পারে প্রিমিয়াম।’’ প্রকল্পে আয়কর ছাড়ের সুবিধা আছে বলেও জানান সঞ্জয়বাবু।