প্রতীকী ছবি।
গত মাসে পেট্রল পাম্প খোলার শর্ত শিথিল করেছিল কেন্দ্র। এ বার সেই নিয়ম বিশদে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল তারা। সংশ্লিষ্ট মহলের মতে, এর জেরে আগামী দিনে সৌদি অ্যারামকো, বিপি-র মতো বহুজাতিক সংস্থাগুলির এ দেশে তেল বিপণনের খুচরো ব্যবসায় পা রাখার পথ সহজ হবে।
আগে এই ব্যবসার লাইসেন্স পেতে হলে তেল বা গ্যাসের খনন ও উৎপাদন, শোধনাগার, পাইপলাইন বা এলএনজি টার্মিনালের ক্ষেত্রে ২০০০ কোটি টাকা ঢালতে হত সংশ্লিষ্ট সংস্থাকে। এখন সেই বাধ্যবাধকতা থাকছে না। তেমনই তেল সংস্থা না-হলেও চলবে। নিট সম্পদ ২৫০ কোটি টাকা হলে পাম্প খোলার আর্জি জানাতে পারবে সংস্থা। তবে পণ্যের জোগান, তার মজুত ভাণ্ডার ও অন্যান্য পরিকাঠামো, পণ্য পরিবহণ ব্যবস্থা ও বছরে ক’টি করে পাম্প খোলার প্রস্তাব রয়েছে, সে সব জানাতে হবে তাদের। এ ছাড়াও রয়েছে প্রান্তিক এলাকায় পাম্প খোলার মতো শর্তও।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন নিয়মের ফলে ফ্রান্সের টোটাল, সৌদির অ্যারামকো, ব্রিটেনের বিপি, সিঙ্গাপুরের পুমা এনার্জির মতো সংস্থার ভারতে জ্বালানির খুচরো ব্যবসার পথে পা রাখা সহজ হবে। ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে পাম্প খোলার আর্জি জানিয়েছে টোটাল। লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছে পুমাও। এখনও আবেদন না-করলেও এ জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিপি। আলোচনা চালাচ্ছে অ্যারামকো। উল্লেখ্য, এখন দেশে প্রায় ৬৬,০০০ পাম্প রয়েছে। যাদের সিংহভাগ তিন রাষ্ট্রায়ত্ত সংস্থার।
নতুন শর্ত
• তেল অথবা এলএনজি সংস্থা না-হলেও চলবে।
• কেন্দ্রের কাছে আর্জি জানানোর সময়ে সংস্থার ন্যূনতম নিট সম্পদ হতে হবে ২৫০ কোটি টাকা।
• অন্তত ১০০টি পাম্প খুলতে হবে। যাদের ৫%
হতে হবে প্রান্তিক অঞ্চলে।
• পাম্প চালুর তিন বছরের মধ্যে অন্তত একটি বিকল্প জ্বালানির (সিএনজি, বায়ো ফুয়েল, এলএনজি, বৈদ্যুতিক ইত্যাদি) ব্যবস্থা তৈরি করতে হবে।