Power Plant

রাজ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র, অনুমতি মন্ত্রিসভার

মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়, নতুন বিদ্যুৎ পরিকাঠামোটি তৈরি হবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে। সে জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেসরকারি সংস্থা নির্বাচন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৪:৫৩
Share:

—প্রতীকী চিত্র।

দু’টি ইউনিট সম্বলিত ১৬০০ মেগাওয়াটের নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে রাজ্যে। প্রতিটি ইউনিটের উৎপাদনের ক্ষমতা ৮০০ মেগাওয়াট। সোমবার ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

Advertisement

মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়, নতুন বিদ্যুৎ পরিকাঠামোটি তৈরি হবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে। সে জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেসরকারি সংস্থা নির্বাচন করা হবে।

কোথায় ও কত জমি বরাদ্দ হবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য? বৈঠকের পরে এই প্রশ্নের উত্তরে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “টেন্ডারের পরে নির্বাচিত সংস্থা যেখানে চাইবে, সেখানে জমি দেওয়া হবে।” মন্ত্রী জানান, আরও চারটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাঁর দাবি, সাগরদিঘিতে পূর্ব ভারতের এই প্রথম সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ প্রায় ৯৫% শেষ। পুরো কাজ সম্পূর্ণ হবে আগামী মার্চের মধ্যে।
সাগরদিঘি ছাড়াও এখন সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, দুর্গাপুর ও ব্যান্ডেলে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement