বিজ্ঞানী রঘুনাথ অনন্ত মাশলকর। ছবি: সংগৃহীত।
ছোট ছোট লাফ নয়। শিক্ষা, শিল্প, বাণিজ্যের মতো বিষয়ে উৎকর্ষ সাধনে বাধা ডিঙোনোর মতো বড় লাফ প্রয়োজন বলেই জানালেন সিএসআইআরের প্রাক্তন ডিজি তথা বিশিষ্ট বিজ্ঞানী রঘুনাথ অনন্ত মাশলকর। বৃহস্পতিবার ‘ইনফোকম ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন তিনি। উৎকর্ষ সাধনে বড় লাফের কথা বলতে গিয়ে টেনে আনলেন ব্যাঙের লাফের সঙ্গে পোল ভল্টের তুলনা। পোল ভল্ট এক জায়গায় দাঁড়িয়ে দেওয়া যায় না। শূন্য থেকে গতি বাড়াতে বাড়াতে নির্দিষ্ট জায়গায় গিয়ে লাফাতে হয়। তবেই বাধা ডিঙিয়ে পৌঁছনো যায় অভীষ্ট লক্ষ্যে। উৎকর্ষের সাধনাতেও সেই পথ কাম্য, বলেন তিনি।
বক্তৃতা শেষে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধিকর্তা সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন পর্বে মাশলকর বোঝাতে চেষ্টা করেন, বড় লাফ দিতে দরকার মানসিকতা, উদ্ভাবনী শক্তি, দক্ষ নেতৃত্ব। সেই নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, সংস্থার উন্নতির পিছনে দক্ষ নেতৃত্বের ভূমিকা অপরিহার্য। এ বছর ইনফোকমের মূল বিষয়ও ‘অভীষ্ট লক্ষ্য পূরণে দক্ষ নেতৃত্বের পাঠ’। পালো অল্টো নেটওয়ার্কসের ভাইস প্রেসিডেন্ট-এমডি অনিল ভাল্লুরির মতে, এখন নেতৃত্বের কাজ নবীনদের সার্বিক বিকাশে সাহায্য করা। আর অ্যাক্সেঞ্চারের চিফ স্ট্র্যাটেজি অফিসার ভাস্কর ঘোষের বক্তব্য, অনিশ্চয়তার পরিবেশ সুযোগও তৈরি করে। লক্ষ্যে স্থির নেতৃত্ব সেই পথের দিশা দেখায়। সঙ্ঘমিত্রার বার্তা, কম মানুষই নেতা হওয়ার গুণ নিয়ে জন্মান। শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকে নেতা হয়ে ওঠেন।