Cyclone Amphan

বিদ্যুতের অপেক্ষায় ২ লক্ষ গ্রাহক

ঝড়ে বিপর্যস্ত কিছু অঞ্চলে বিদ্যুতের খুঁটি বসানো বা অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা যাচ্ছে না বলে এখনও ২ লক্ষ গ্রাহকের ঘরে আলো ফেরানো যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০৫:২২
Share:

প্রতীকী ছবি

আমপানে দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রায় ৮৮ লক্ষ গ্রাহক বিদ্যুৎহীন হয়েছিলেন। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, তার মধ্যে প্রায় ৮৬ লক্ষ বিদ্যুৎ পেয়েছেন। কিন্তু ঝড়ে বিপর্যস্ত কিছু অঞ্চলে বিদ্যুতের খুঁটি বসানো বা অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা যাচ্ছে না বলে এখনও ২ লক্ষ গ্রাহকের ঘরে আলো ফেরানো যায়নি। ওই সব জায়গায় জল নামলেই দ্রুত বিদ্যুৎ নিয়ে যাওয়ার কাজ শেষ করা হবে। বিদ্যুৎ কর্তাদের একাংশও বলছেন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকায় এখনও জল জমে। ফলে বিদ্যুতের খুঁটি পুঁততে বা তার টানতে সমস্যা হচ্ছে। এমনও জায়গা আছে, যেখানে ঝড়ে ঘর-বাড়ি ভেঙে যাওয়ায় বিদ্যুতর লাইন চালুর সুযোগই নেই। ফলে বিপর্যয়ের ধাক্কা সম্পূর্ণ সামলাতে আরও কিছু দিন লাগবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement