—ফাইল চিত্র
শ্রম বিধি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে ফের প্রতিবাদে নামার কথা জানাল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ২২ মে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালনের পর ৩ জুলাই আবার একই কর্মসূচি পালনের ডাক দিয়েছে তারা। সেই সঙ্গে আগামী আরও বড় আন্দোলনের পথে হাঁটা এবং দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের পরিকল্পনার কথাও বলেছে ইনটাক, সিটু-সহ বাম ও দক্ষিণপন্থী সংগঠনগুলি। আরএসএস সমর্থিত ট্রেড ইউনিয়ন বিএমএসের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় অবশ্য বলেছেন, তাঁরা আলাদা ভাবে ১০ জুনই একই কারণে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করবেন।
শ্রমিক সংগঠনগুলি যখন আন্দোলনের জন্য কোমর বাঁধছে, তখন শুক্রবার প্রিন্সিপাল আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের দাবি, ‘‘রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ কার্যকর করতে কেন্দ্র বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনও রকম ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’’ তাঁর কথায়, ‘‘আমরা জানি এখন পরিকল্পনা কার্যকর করা কঠিন। কিন্তু কেন্দ্র লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে। অত্যাবশ্যক পণ্য আইন যেমন বদলানো হয়েছে, একই ভাবে শ্রম আইন বদলের প্রক্রিয়াও চালু।’’