Sri Moni Bhaskar

অনাহত চক্র অবরুদ্ধ হলে বুঝবেন কী ভাবে, আলোচনায় শ্রী মণি ভাস্কর

কোনও ব্যক্তির জন্ম রাশি চক্রে চন্দ্র নেতিবাচক হলে বা বাড়ির উত্তর-পশ্চিম অংশ ত্রুটিযুক্ত হলে হার্ট চক্রের ভারসাম্য নষ্ট হয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১০:২২
Share:

সূক্ষ্ম শরীরে অনাহত চক্র দেখতে ১২ দল পাপড়ি বিশিষ্ট পদ্মের মতো গোলাকার, এই চক্রের রং সবুজ

আমাদের ঠিক বুকের মধ্যদেশে (হার্ট যেখানে অবস্থান করে) অনাহত চক্রের অবস্থান। এই চক্রকে আমরা ‘ইমোশনাল হার্ট’ বলে থাকি। সূক্ষ্ম শরীরে অনাহত চক্র দেখতে ১২ দল পাপড়ি বিশিষ্ট পদ্মের মতো গোলাকার, এই চক্রের রং সবুজ। কোনও ব্যক্তির জন্ম রাশিচক্রে চন্দ্র নেতিবাচক হলে বা বাড়ির উত্তর-পশ্চিম অংশ ত্রুটিযুক্ত হলে হার্ট চক্রের ভারসাম্য নষ্ট হয়। সে ক্ষেত্রে সেই ব্যক্তি অসহিষ্ণু, পরনির্ভরশীল, হিংসুটে প্রকৃতির হয়ে ওঠে। অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কখনও কখনও অতিমাত্রায় আত্মত্যাগী হয়ে ওঠে। নিজেকে বিলিয়ে দিতেও পিছপা হয় না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি, বাইরে থেকে দুঃখের বা দুর্ভাগ্যের যত ব্লক আসে তার থেকে অনেকগুণ বেশী ব্লক আমরা নিজেরা আমাদের শরীরের মধ্যেই তৈরি করে ফেলি। সবার আগে এই ব্লক তৈরি হয় আমাদের হার্ট চক্র বা অনাহত চক্রে।

অনাহত চক্র অবরুদ্ধ বুঝবেন কী ভাবে-

(১) অনাহত চক্র অবরুদ্ধ থাকলে পৃথিবীতে ভালবাসা বলে যা আমরা জেনেছি তা ব্লক হয়ে যায়, ভালবাসা থেকে বঞ্চিত হতে হয়। তারা নিজেরাও কাউকে ভালবাসতে পারে না। ভালবাসাবিহীন ভাবে বাঁচা যে কি কষ্টকর, একমাত্র ভুক্তভোগীরাই জানে।

(২) অধিকাংশ বাড়িতেই এখন নানান মানসিক অশান্তি। মাতৃস্নেহ, পিতৃস্নেহ, স্বামী-স্ত্রীর ভালবাসার গভীরতা, আত্মীয়স্বজনের ভালবাসা, বন্ধুর সঙ্গে বন্ধুর ভালবাসা, সমাজের প্রতি ভালবাসা, দেশপ্রেম, বিশ্বপ্রেম, যে কোনও সম্পর্কে যখন অশান্তি, মানসিক দূষণ ছায়া ফেললে বুঝতে হবে কোনও না কোনওভাবে হার্ট চক্র বা অনাহত চক্র অবরুদ্ধ হয়েছে।

(৩) এই চক্র অবরুদ্ধ হলে অন্যের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে।

(৪) কাউকে আঘাত করলেও অনাহত চক্র অবরুদ্ধ হয়ে যেতে পারে।

(৫) অসামাজিক ব্যবহার। অপরকে বিশ্বাস করতে ভয় পায়।

(৬) খুব বেশি মাত্রায় অন্যকে টানা, অন্যের শক্তিকে শোষণ করা।

(৭) নানা ভাবে অন্যের শিকার হওয়া। অতিমাত্রায় আত্মত্যাগী, নিজেকে বিলিয়ে দিতেও পিছপা হয় না।

(৮) অনাহত চক্র অবরুদ্ধ থাকলে আর কারও প্রতি ক্ষোভ থাকলে, নিজের ভিতরে ভিতরে গুমরানো, পরিশেষে তা ক্রোধে রূপান্তর হয়ে অবিশ্বাস করা।

(৯) সমস্ত রকম বিশ্বাসবোধই নষ্ট হয়ে যায়। বিশ্বাস হারানো যে পাপ, এই কথা আমরা ভুলে যাই।

আমি অসংখ্য কেস স্টাডি করে দেখেছি যাদের সম্পূর্ণ জন্মতারিখে (ইংরেজি মতে) ২, ৫ এবং ৬ সংখ্যা থাকে না অথবা ২, ৫ এবং ৬ সংখ্যা দু'বারের বেশি থাকে, তাদের হার্ট চক্র অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যার জন্ম তারিখ ১০ জুলাই ১৯৯০, তার জন্মতারিখে একটিও ২, ৫ বা ৬ নেই। ১০.০৭.১৯৯০ = {(১+০)+(০+৭)+(১+৯+৯+০)}= (১+৭+১৯) = ২৭ ➡️ (২+৭) = ৯। অন্যদিকে ২২ ফেব্রুয়ারি ১৯৪২ সালে যার জন্ম, তার জন্মতারিখে 2 এর আধিক্য। ২২.০২.১৯৮২ = {(২+২)+(০+২)+(১+৯+৮+২)} = (৪+২+২০) = ২৬ ➡️ (২+৬) = ৮। এই জন্মতারিখে চারটি ২ রয়েছে। এদের ক্ষেত্রে অনাহত চক্র ভারসাম্য হারাতে পারে। একই ভাবে যাদের জন্মতারিখে দুইয়ের বেশি ৫ (১৫.০৫.১৯৯৫) বা দুইয়ের বেশি ৬ (২৪.০৬.১৯৬৬) সংখ্যাটি থাকে, তাদেরও অনাহত চক্রে সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের জন্ম তারিখের পাশাপাশি যদি বাস্তুর উত্তর-পশ্চিম অংশ ত্রুটি যুক্ত হয়, অর্থাৎ বাড়ির উত্তর-পশ্চিমে টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, নিকাশি নালা, নোংরা-আবর্জনা, লাল, সবুজ বা কালো রঙের উপস্থিতি প্রভৃতি থাকে সে ক্ষেত্রে অনাহত চক্র অবরুদ্ধ হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হয়।

এ বিষয়ে আরও তথ্য পেতে আপনারা ফেসবুকে SRI MONI BHASKAR পেজ এবং ইউটিউবে DREAM DESTINY চ্যানেলটি ফলো করতে পারেন। পাশাপাশি এই সমস্যায় প্রয়োজনে জ্যোতিষীয় এবং বাস্তুগত পরামর্শও নিতে পারেন। অনেক সময় Symbol Meditation-ও (প্রয়োজনে নির্দিষ্ট মুদ্রা সহযোগে) আপনাদের সহায়ক হতে পারে।

Guided Symbol Meditation এবং বাস্তুশাস্ত্র-জ্যোতিষ বিষয়ক পরামর্শ পেতে WhatsApp - 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable).

ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন