Drug Awareness Drama

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে, ‘এসএনইউ’-এর নতুন পদক্ষেপ

‘ন্যাশনাল সার্ভিস স্কিম’ (এনএসএস), ‘মিডিয়া কমিউনিকেশন, ফাইন আর্টস ও ডিজ়াইন স্কুল’, ‘কর্পোরেট ও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেন্টার’ এবং ‘মাইক আপ ক্লাব’ (এসএনইউ)-এর সহযোগিতায় এই উদ্যোগ। যার মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে মাদক ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা করা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৫:১৭
Share:

অনুষ্ঠানের একটি মুহূর্ত

সুস্থ ও সুন্দর ভবিষ্যত গঠনের লক্ষ্যে, তরুণ প্রজন্মের জন্য উদ্যোগ নিল ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’। গত ৩১ জুলাই ‘এসএনইউ’ সেমিনার হলে ‘নেশামুক্ত ভারত’ নামে একটি মাদকবিরোধী সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ন্যাশনাল সার্ভিস স্কিম’ (এনএসএস), ‘মিডিয়া কমিউনিকেশন, ফাইন আর্টস ও ডিজ়াইন স্কুল’, ‘কর্পোরেট ও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেন্টার’ এবং ‘মাইক আপ ক্লাব’ (এসএনইউ)-এর সহযোগিতায় এই উদ্যোগ। যার মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে মাদক ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা করা।

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল তরুণ প্রজন্মের প্রতি এসিবি বিরেশ্বর চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণামূলক বক্তব্য। যেখানে তিনি মাদক অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তাঁর বক্তব্যের শেষে, ‘এসএনইউ’-এর পড়ুয়ারা ‘ব্রোকেন ইমেজ়েস’ নামক একটি একাঙ্ক নাটক মঞ্চস্থ করে। নাটকটির মধ্যে দিয়ে মাদকের ক্ষতিকারক প্রভাব এবং আসক্তি কাটিয়ে ওঠার পথগুলি ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানটি দেখতে নীচে লিঙ্কে ক্লিক করুন:

অনুষ্ঠানটির অংশ ছিল ছবি আঁকা ও পোস্টার তৈরি প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রদর্শনী। সেরা ফটোগ্রাফগুলি ‘এসএনইউ’-এর সেমিনার হলের বাইরে প্রদর্শিত হয়েছিল। যা উপস্থিত দর্শকদের থেকে ব্যাপক ভাবে প্রশংসা কুড়োয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রাপ্তি ছিল এক সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অভিজ্ঞতা। এই উদ্যোগ যে শুধু পড়ুয়াদের শিক্ষিত করছে তা নয়, বরং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একটি শক্তিশালী সম্প্রদায় ও অঙ্গীকারবোধ তৈরি করারও চেষ্টা করছে।

এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন