Rev-Olution 2024

‘টর্নেডো রাইডার্স’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রেভ-ওলিউশন ২০২৪’

‘রেভ-ওলিউশন’ শুধুমাত্র বাইকারদের নিয়ে আয়োজিত কর্মসূচি নয়, এটি হাজার হাজার বাইকারের কাছে এক অন্য আবেগ। ইভেন্টে বাইকাররা ছাড়াও বহু বাইকপ্রেমী তারকাও উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭
Share:

‘রেভ-ওলিউশন ২০২৪’

‘টর্নেডো রাইডার্স’-এর উদ্যোগে গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হল ‘রেভ-ওলিউশন ২০২৪’। প্রতি বছরের মতো এ বারও বাংলার অন্যতম বড় বাইকারদের গ্রুপ ‘টর্নেডো রাইডার্স’ এই অভিনব উদ্যোগের আয়োজন করেছিল। এটিই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাইকিং ইভেন্ট। পছন্দের বাইকের রোমাঞ্চকর স্টান্ট থেকে টেস্ট ড্রাইভ-সহ আরও অনেক কিছুর সাক্ষী থাকতে এই বছরেও ভিড় জমিয়েছিলেন বহু বাইকপ্রেমীরা।

Advertisement

বছরের এই সময়টায় গোটা বাংলা থেকে বাইকাররা এই উপলক্ষে একত্রিত হন। গত বছর এই ইভেন্টে শামিল হয়েছিলেন প্রায় ১৭৯২ জন। সেই সংখ্যা এ বছর ২০০০ পেরিয়ে গেছে বলে জানিয়েছেন ‘টর্নেডো রাইডার্স’-এর অন্যতম সদস্য বিশ্বদ্বীপ বিশ্বাস।

এ বছর দিল্লি থেকে বহু ইউটিউবার এসেছিলেন। মহিলা রাইডাররাও ছিলেন এই বছর। ‘রেভ-ওলিউশন ২০২৪’-এর ব্র্যান্ড আম্বাস্যাডারের ভূমিকায় ছিল অ্যানবি অর্ণব। এ ছাড়াও টিম টর্নেডোর এই ইভেন্টে বাইক নিয়ে ছিল বিভিন্ন চমকপ্রদ খেলা এবং বাইক সংক্রান্ত নানা ধরনের সামগ্রীর বেশ কিছু দোকান। প্রায় ৭০-এর বেশি ক্লাব যোগ দিয়েছিলেন এই ইভেন্টে।

Advertisement

‘রেভ-ওলিউশন’ শুধুমাত্র বাইকারদের নিয়ে আয়োজিত কর্মসূচি নয়, এটি হাজার হাজার বাইকারের কাছে এক অন্য আবেগ। ইভেন্টে বাইকাররা ছাড়াও বহু বাইকপ্রেমী তারকাও উপস্থিত ছিলেন।

বাইক সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা ছাড়াও খাওয়াদাওয়ারও ব্যবস্থা থাকে এখানে। তবে শুধুই বাইকের ইভেন্ট নয়, টর্নেডো রাইডার্স প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে।

এই বছর ‘রেভ-ওলিউশন’-কে সফল করে তুলতে সাহায্য করেছে ‘বাজাজ’, ‘কেটিএম’, ‘হন্ডা’, ‘বিএমডব্লিউ’-এর মতো বড় বড় কোম্পানিগুলি।

এ বছরের ইভেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা ব্যান্ড ‘বোলপুর ব্লুজ়’। পুরোপুরি বাউল থিমের ওপর সাজানো হয়েছিল গোটা ইভেন্ট। খাওয়া-দাওয়া থেকে শুরু করে গানবাজনা, সব মিলিয়ে দারুণভাবে সাফল্যমন্ডিত হল ‘রেভ-ওলিউশন ২০২৪’।

এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement