Poila Parbon

জমজমাটভাবে অনুষ্ঠিত হল বাঙালিয়ানা উদ্‌যাপনের এক অনন্য উৎসব ‘১লা পার্বণ’

বর্ষবরণের এই জমজমাট কার্নিভালে ছোট থেকে বড়, সকলেই খুঁজে পেয়েছে তাদের নিজেদের আনন্দের ঠিকানা। গত বছরের তুলনায় এই বছর আরও বৃহত্তরভাবে আয়োজিত হয়েছিল ‘১লা পার্বণ’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:০৭
Share:
‘১লা পার্বণ’

‘১লা পার্বণ’

বাংলা নববর্ষ উদ্‌যাপনের মুহূর্তকে আরও আনন্দমুখর করে তুলতে ‘মাইন্ডশাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর উদ্যোগে চারদিন ব্যাপী অনুষ্ঠিত হল দ্বিতীয়বর্ষের ‘১লা পার্বণ’। প্রেজ়েন্টিং পার্টনারের ভূমিকায় ছিল ‘ফরচুন এডিবল অয়েলস্ অ্যান্ড ফুডস্’।

বর্ষবরণের এই জমজমাট কার্নিভালে ছোট থেকে বড়, সকলেই খুঁজে পেয়েছে তাদের নিজেদের আনন্দের ঠিকানা। গত বছরের তুলনায় এই বছর আরও বৃহত্তরভাবে আয়োজিত হয়েছিল ‘১লা পার্বণ’। বাঙালিয়ানায় ভরা অভিনব ফ্যাশন শো থেকে শুরু করে গ্রুপ ডান্স, ব্যান্ড হান্ট, বাংলা র‍্যাপ, গ্রুপ ইনস্ট্রুমেন্টাল, রান্নার প্রতিযোগিতা, লাইভ আর্ট, কসমে প্লে সহ ছিল আরও অনেক কিছু। তবে পুরো প্রত্যেকটি বিষয়কেই সাজানো হয়েছিল সম্পূর্ণ বাঙালি থিমে।

চারদিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ফসিল্‌স, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ফকিরা এবং ইমন চক্রবর্তীর মতো বিশিষ্ট সংগীতশিল্পীরা। পাশাপাশি ‘১লা পার্বণ’-এর শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘মাইন্ডশাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর সুমিত গুহ এবং পিনাকী শৌকালীন ঘোষ আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “গত বছর ‘১লা পার্বণ’ দারুণভাবে সফল হয়েছিল। তাই এই বছর আরও বৃহত্তরভাবে সবকিছু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথম দিনেই এত মানুষ আসবেন, এত ভালবাসা পাবো ভাবিনি। গত বারের মতোই এই বছরও বাঙালিয়ানার মোড়কে গোটা অনুষ্ঠানকে সাজানো হয়েছিল। বাঙালিয়ানার ছোঁয়া রেখে ‘কসমে প্লে’ করা হয়েছিল, এই ভাবনা সম্পূর্ণ নতুন। পাশাপাশি প্রচুর ‘ফুড স্টল’, হস্তশিল্পের দোকান, ‘ফান অ্যান্ড গেমস্ জ়োন এইসব তো ছিলই। এক কথায়, এই বছরেরও আমাদের উদ্যোগ সর্বান্তকরণে সফল হয়েছে।”

‘১লা পার্বণ — পয়লা কিন্তু একলা নয়।’

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন