‘ইন্টারস্টিশিয়াল লাং ডিজ়িজ়’
করোনা পরর্বতী সময়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলেও, এখনও বেশ কিছু গুরুতর রোগ সম্পর্কে অনেকেই সঠিক ভাবে অবগত নন। সেই তালিকায় একটি জটিল অসুখ হল ‘ইন্টারস্টিশিয়াল লাং ডিজ়িজ়।’ ফুসফুসের এই রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে এখনও অনেকের মধ্যেই সঠিক ধারণা নেই।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল পালমোনারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক অরিন্দম মুখোপাধ্যায় ফুসফুসের রোগ নিয়ে বিশদে আলোচনা করেছেন।
চিকিৎসক মুখোপাধ্যায় বলেন, “ইন্টারস্টিশিয়াল লাং ডিজ়িজ় হল ফুসফুস শুকিয়ে যাওয়ার গুরুতর সমস্যা। কোভিড-পরবর্তী সময়ে অনেকেই এই রোগটি সম্পর্কে অবগত হয়েছেন এবং চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। অনেকে আবার কোভিডের সময়েই জানতে পেরেছেন তাঁদের মধ্যে এই রোগটি বর্তমান।"
এ ছাড়াও তাঁর কথায়, “সময়ের সঙ্গে সঙ্গে এই রোগের পরিসর বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই রোগে আক্রান্ত রোগীদের ধীরে ধীরে শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায়। বহুবিধ চিকিৎসার মাধ্যমে এই রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা করা সম্ভব।”
সম্প্রতি অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে রোগীদের চিকিৎসার স্বার্থে একটি সুন্দর পরিসর করা হয়েছে। যেখানে এক জায়গায় একসঙ্গে অনেক চিকিৎসকের পরামর্শে রোগীর চিকিৎসা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সঠিক ভাবে চিকিৎসা হলে এই রোগে আক্রান্ত রোগীরা বহু দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন। তবে কারও ক্ষেত্রে যদি রোগটি বৃদ্ধি পায়, তা হলে সে ক্ষেত্রে চিকিৎসকেরা ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্তও নিয়ে থাকেন।
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:
জরুরি নং: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com
এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।