চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)
সাধারণ মানুষের সুবিধার্থে তাঁদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে উদ্যোগী হয়েছে কলকাতার ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’। কাজের ব্যস্ততার কারণে অনেকেই সময়মতো চিকিৎসকের কাছে গিয়ে উঠতে পারেন না। বিশেষত তাঁদের কথা ভেবেই শুরু হয়েছে ‘সান্ধ্য আউটডোর’ ও ‘সানডে ক্লিনিক’। মোট আটটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে শুরু হয়েছে এই বিশেষ পরিষেবা। ডাক্তার দেখানোর পাশাপাশি এই ক্লিনিকে থাকবে নানা ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও।
‘সানডে ক্লিনিক’ চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ‘সান্ধ্য আউটডোর’ চালু থাকবে বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি। রোগীরা নিজেদের কাজ শেষের পরে চিকিৎসকের পরামর্শ নিতে আসতে পারবেন। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের অধিকর্তা চিকিৎসক পি. এন. মহাপাত্র বলেন, “এই ধরনের পরিষেবা শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত। রোগীরাও নিজের সুবিধামতো সকালের কাজ সেরে বিকেলে বাড়ি লোকজনের সঙ্গে এই সান্ধ্যকালীন আউটডোরে আসতে পারেন।”
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
চিকিৎসক মহাপাত্র আরও বলেন, “শুধু চিকিৎসা পরিষেবাই নয়, এই ‘সান্ধ্য আউটডোর’ ও ‘সানডে ক্লিনিক’-এ রক্ত পরীক্ষার সুবিধা-সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকছে। পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানের জন্য আমাদের ক্লিনিকগুলিতে সিনিয়র, অভিজ্ঞ টেকনিশিয়ান এবং চিকিৎসকও উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই বহু মানুষ এই বিশেষ পরিষেবায় খুবই উপকৃত হয়েছেন। নতুন এই পরিষেবা রোগীদের অনেকটাই সুবিধা করে দেবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ-সহ চিকিৎসকরাও।”
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য অ্যাপোলোতে যোগাযোগ করুন:
জরুরি নং: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেল আইডি: infokolkata@apollohospitals.com
এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।