Kolkata Auto Carnival 2025

গাড়ি শিল্পের জন্য বিশেষ সুযোগ করে দিল ‘কলকাতা অন হুইলস’-এর উদ্যোগে আয়োজিত ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’

‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’ শুধুমাত্র প্রদর্শনীই নয়। এই কার্নিভালের মূল উদ্দেশ্যই হল গাড়িপ্রেমী এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত যে কোনও বিষয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

Advertisement

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১২:৩১
Share:

কলকাতা অটো কার্নিভাল ২০২৫

‘কলকাতা অন হুইলস’-এর উদ্যোগে গাড়িপ্রেমীদের জন্য অনুষ্ঠিত হল মেগা ইভেন্ট কলকাতা অটো কার্নিভাল ২০২৫। গত ১১ এবং ১২ জানুয়ারি, দু’দিন ধরে আয়োজিত হয়েছিল ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’।

Advertisement

পূর্ব ভারতের এক স্বতন্ত্র অটোমোবাইল ও মোটর ম্যাগাজিন সংস্থা ‘কলকাতা অন হুইলস’-এর উদ্যোগে সারা বছর ধরেই গাড়ির নানা ধরনের আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়ে থাকে। তার মধ্যে এই ‘কলকাতা অটো কার্নিভাল’ অন্যতম।

এই বছর ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’-এর টাইটেল স্পনসরের ভূমিকায় ছিল ‘ন্যাশনাল ইনস্যুরেন্স’।

Advertisement

এই ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’ শুধুমাত্র প্রদর্শনীই নয়। এই কার্নিভালের মূল উদ্দেশ্যই হল গাড়িপ্রেমী এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত যে কোনও বিষয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

এখানে গাড়ি নির্মাতা সংস্থা থেকে শুরু করে তেলের বিপণন সংস্থা, ব্যাঙ্ক, টায়ার নির্মাতা, লুব্রিক্যান্ট প্রস্তুতকারী এবং অন্যান্য অটোমোবাইল সংস্থাগুলি তাদের নতুন পণ্য প্রদর্শনের জন্য বিশেষ সুযোগও পেয়েছে।

পাশাপাশি এই ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য ছিল গাড়ি সংক্রান্ত একাধিক আকর্ষণীয় ক্ষেত্র। কার্নিভালে ছিল বর্তমান অটোমোবাইল ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যানেল আলোচনা।

গাড়িপ্রেমীদের জন্য তৈরি বিশেষ মঞ্চ ‘কার আর্ট কম্পিটিশন’। এ ছাড়াও অংশগ্রহণকারীদের নিজের পছন্দমতো গাড়ি সাজানোর জন্য ছিল ‘কার ক্রাফট কম্পিটিশন’, অটোমোবাইল সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং মজার কিছু মুহূর্ত তৈরি করতে আয়োজন করা হয়েছিল গাড়ি সংক্রান্ত ক্যুইজ় ও আড্ডা।

এ ছাড়াও পথ নিরাপত্তা বৃদ্ধির জন্য ছিল একটি বিশেষ উদ্যোগ, ট্রাফিক সচেতনতার পাঠ। পাশাপাশি ‘কলকাতা অন হুইলস’-এর এই ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’ গাড়ি শিল্পের জন্য এক সুবর্ণ সুযোগ করে দিচ্ছে।

‘কলকাতা অন হুইলস’-এর সম্পাদক জয়দীপ সুর বলেন, “কলকাতা অটো কার্নিভাল ২০২৫ একটি অনন্য প্রচেষ্টা। যার লক্ষ্য হল কলকাতার অটোমোবাইল শিল্পের অংশীদারদের এক ছাদের নীচে নিয়ে আসা। যেখানে তারা সম্ভাব্য ক্রেতা ও গ্রাহকদের সরাসরি নিজেদের পণ্য এবং পণ্য বিষয়ক জিনিসগুলি সম্পর্কে জানাতে পারবে।”

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement