Cervical Cancer

জরায়ুর ক্যানসার কী ভাবে জয় করবেন? আলোচনায় বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মণিকা মীনা

কলকাতার অ্যাপোলো মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতালের গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের চিকিৎসক মণিকা মীনা এই ধরনের ক্যানসার, তার লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে সবিস্তার আলোচনা করেছেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩
Share:

জরায়ুমুখের ক্যানসার

প্রতিদিন গড়ে প্রায় ২০০ জন মহিলা জরায়ু মুখের ক্যানসারের কারণে প্রাণ হারান। মহিলাদের ক্যানসারে এই জরায়ু মুখের ক্যানসার সবচেয়ে সাধারণ একটি ধরন। কলকাতার অ্যাপোলো মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতালের গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের চিকিৎসক মণিকা মীনা এই ধরনের ক্যানসার, তার লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে সবিস্তার আলোচনা করেছেন।

রোবোটিক অস্ত্রোপচারের অন্যতম পথিকৃৎ চিকিৎসক মীনা আনন্দবাজার অনলাইনের একটি সাক্ষাৎকারে বলেছেন, মানব প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) জরায়ুমুখের ক্যানসারের প্রধান ঝুঁকির জন্য দায়ী। এই ভাইরাস সার্ভিকাল ক্যানসারের ক্ষেত্রে প্রায় ৯০-৯৫ শতাংশ দায়ী।

জরায়ুমুখের ক্যানসার নিয়ে বিস্তারিত আলোচনায় কলকাতার অ্যাপোলো মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতালের গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের চিকিৎসক মণিকা মীনা

এ ছাড়াও অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে: অল্প বয়সে যৌন মিলন, একাধিক যৌন সঙ্গী, যৌনাঙ্গের দুর্বল স্বাস্থ্য, দুর্বল আর্থ-সামাজিক অবস্থা, একাধিক সন্তানের জন্ম, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি খাওয়া এবং ধূমপান ইত্যাদি।

চিকিৎসক মীনা বলেন, “এইচপিভির ১০০টি উপপ্রকারের মধ্যে ১৯-৩০টি উচ্চ ঝুঁকির ধরন অর্থাৎ ক্যানসার প্যাথোজেনেসিসের সঙ্গে যুক্ত। সৌভাগ্যবশত, এটিই ক্যানসারের একমাত্র ধরন, যা নিরাময়যোগ্য। যদি ৯-২৫ বছর বয়সী মহিলাদের জন্যে এর টিকা দেওয়া হয়, তা হলে এই ক্যানসার ৯৯ শতাংশ নিরাময় করা সম্ভব হবে।’’

জরায়ুর ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে জরায়ুর অস্বাভাবিক রক্তপাত, সহবাসের পরে রক্তপাত, মাসিকের সময়ে অতিরিক্ত রক্তপাত, অনিয়মিত রক্তপাত, অস্বাভাবিক যোনি স্রাব, দুর্গন্ধ ইত্যাদি। “পেলভিক চাপ, যৌনমিলনের সময়ে পেলভিসে অস্বস্তি, বা সাধারণ ভাবে পেলভিসে ব্যথা সার্ভিকাল ক্যানসারের বেশ গুরুতর পর্যায়ের লক্ষণ হতে পারে’’, বলেছেন চিকিৎসক মীনা।

জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধের উপায় কী?

চিকিৎসক মীনার মতে, স্ক্রিনিং পদ্ধতির দ্বারা এই জরায়ু মুখের ক্যানসার দ্রুত চিহ্নিত করা সম্ভব। মহিলারা নিয়মিত ভাবে প্যাপ(PAP) পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাটির দ্বারা প্রাথমিক পর্যায়ে জরায়ু মুখের ক্যানসার কতটা বিস্তার করেছে, তা বলে দেওয়া যেতে পারে।

জরায়ুর ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, মৌলিক অস্ত্রোপচারের মাধ্যমে কিছু লিম্ফ নোড-সহ জরায়ু অপসারণ করা যেতে পারে, যা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় রূপে পরিচিত তাছাড়াও পরিণত পর্যায়ে রেডিয়ো এবং কেমোথেরাপির মাধ্যমে এই ক্যানসার নিরাময় করা সম্ভব।

এই জরায়ুমুখী ক্যানসার প্রতিরোধের জন্য চিকিৎসক মীনা মহিলাদের এই রোগের সমস্ত লক্ষণ এবং উপসর্গ সম্পর্কিত সচেতনতা ও তথ্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে এই জরায়ুমুখী ক্যানসারের শনাক্তকরণ রোগ নিরাময়ে যথেষ্ট সাহায্য করে।

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:

জরুরি নং: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন