প্রতীকী চিত্র
সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি নিয়ে এসেছে দু’টি বিশেষ পরিষেবা। 'সানডে ওপিডি' এবং সান্ধ্য আউটডোর। বিভিন্ন জায়গায় কর্মরত থাকার কারণে, শারীরিক অসুস্থতা থাকলেও সকালে অনেকেই সময়মতো চিকিৎসকের কাছে যাওয়ার সময় করে উঠতে পারেন না। বিশেষত তাঁদের কথা ভেবেই কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল এই বিশেষ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্যসেবাকে সকলের কাছে আরও সুবিধাজনক করে তুলতে শুরু হয়েছে নতুন দুই পরিষেবা।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মনোরোগ বিভাগের কনস্যালট্যান্ট চিকিৎসক জয়রঞ্জন রাম বলেছেন, “সাধারণ মানুষ যাতে সব সময়ে সঠিক পরিষেবা পায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ। সোম থেকে শুক্র প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাপোলোর এই ‘সান্ধ্য ক্লিনিক’ খোলা থাকবে। পাশাপাশি, রবিবার অর্থাৎ ‘সানডে ওপিডি’র সুবিধা মিলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সবিস্তারে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
চিকিৎসক জয়রঞ্জন রাম আরও বলেন, “কলকাতার অনেক হাসপাতালে শুধু সকালের দিকেই বিশেষ পরিষেবাগুলি রয়েছে। কিছু দিন আগে পর্যন্ত অ্যাপোলোতেও তা-ই ছিল। এর ফলে রোগী নিজের সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা অনেক ক্ষেত্রেই পেতেন না, দেরি হয়ে যেত। সেই সমস্যা দূর করতেই মূলত এই উদ্যোগ। পাশাপাশি ‘সানডে ওপিডি’ এবং ‘সান্ধ্য আউটডোর’— দুই ক্ষেত্রেই থাকছে একই সময়ে রক্ত পরীক্ষা এবং আরও নানা রকম পরিষেবার সুবিধাও। তাই কাজ শেষের পর বা ছুটির দিনেও রোগীরা নিজেদের সুবিধা মতো চিকিৎসকের পরামর্শ নিতে আসতে পারবেন।”
এ ছাড়াও অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। বহু মানুষ ইতিমধ্যেই এই সুবিধা গ্রহণ করেছেন। কিছু দিন আগে পর্যন্ত রবিবার এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল না। কিন্তু এখন এই পরিষেবা রবিবারেও কার্যকর হয়েছে।
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:
জরুরি নং: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com
এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।