শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন শ্যাম বেনেগাল। সোমবার বাংলাদেশের তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, একটি বাছাই কমিটি বিভিন্ন জনের পরামর্শ নিয়ে পরিচালক হিসেবে বেনেগালের নাম চূড়ান্ত করেছে। বাছাই কমিটি প্রাথমিক ভাবে গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের নামও বিবেচনা করেছিল। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আগেই চুক্তি হয়েছে। পরিচালক নির্মাণ খরচের যে হিসাব দেবেন, তার ৮০ শতাংশ বাংলাদেশ সরকার বহন করবে। বেনেগাল জানিয়েছেন, ২০২০-তে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী। তার মধ্যেই তিনি ছবিটি শেষ করতে চান।