পরিবারে ঐক্যের ছবি ফুটিয়ে তুলতে ভাই রামগোপাল যাদবকে আবার দলে ফিরিয়ে নিলেন মুলায়ম সিংহ যাদব। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ঘনিষ্ঠ রামগোপালকে সমাজবাদী পার্টির রাজ্যসভার নেতা, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশে ভোটের আগে গত মাসে চরমে ওঠে যাদব পরিবারের অন্তর্কলহ। মুলায়মের ভাই শিবপাল যাদবকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ। আবার এর জবাব দিতে গিয়ে মুলায়মের নির্দেশে রামগোপালকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছিলেন শিবপাল। অভিযোগ ছিল, রামগোপাল বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। নরেন্দ্র মোদীর দলের সঙ্গে মিলে ভোটের আগে সমাজবাদী পার্টিকে ডোবাতে চাইছেন। তবে ভোট যত এগিয়ে আসছে, পারিবারিক কোন্দল চাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন মুলায়ম। তুলে ধরা হয়েছে দলে ঐক্যের সম্পর্ক। আজ মুলায়মের এক চিঠিতেই পুরনো পদ, ক্ষমতা ফিরে পেয়েছেন রামগোপাল।
মুলায়মের পরিবারের লড়াই মিটতে শুরু করে অখিলেশের রথযাত্রা কর্মসূচির শুরুর দিনটি থেকে। লখনউয়ে সে দিন মুলায়ম ও শিবপাল হাজির হন তার উদ্বোধনী অনুষ্ঠানে। এর পর থেকে অখিলেশ ও শিবপাল সমাজবাদী পার্টির বিভিন্ন কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত থেকেছেন। রামগোপালও দলের সঙ্গে তিক্ততার পথে যাননি। বরং দু’দিন আগে তিনি জানান, সমাজবাদী পার্টির আদর্শ থেকে সরে আসবেন না। সে দিন সাংবাদিকদের সামনে আবেগে চোখে জল এসে গিয়েছিল রামগোপালের। এর পরেই তাঁর পক্ষে পরিস্থিতি ঘুরতে শুরু করে। নোট-বিতর্কে কাল রাজ্যসভায় সমাজবাদী পার্টির তরফে বক্তা হিসেবে রাখা হয় তাঁকেই। পুনর্বাসনের ইঙ্গিতটা তখন
থেকেই ছিল।
আজ লখনউয়ে রামগোপালকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার আগে শিবপাল ও অখিলেশের বৈঠক হয়। এর পরেই তাঁকে দলে ফেরাতে মুলায়মের চিঠির কথা সংবাদমাধ্যমে জানানো হয়। দলীয় সূত্রের খবর, অখিলেশ-ঘনিষ্ঠ যে যুবনেতাদের দল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাঁদেরও ফেরানোর ভাবনা শুরু হয়েছে। আর শিবপাল–সহ যে মন্ত্রীদের সরিয়ে দিয়েছেন অখিলেশ, তাঁদের বিষয়েও কী পদক্ষেপ করা যায়, তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। দলে ফিরে রামগোপাল বলেছেন, ‘‘নেতাজি (মুলায়ম) কখনই আমার বিরুদ্ধে ছিলেন না। আমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তও তিনি নিজে নেননি।’’ আর সমাজবাদী পার্টিতে তাঁর সঙ্গে সব থেকে বেশি সংঘাত যাঁর, সেই অমর সিংহের প্রতিক্রিয়া, ‘‘রামগোপালকে ফেরানোর সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’’