Folk Fest

দেশ বিদেশের লোকগানে মেতে উঠছে ঢাকা

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সুরের ইন্দ্রজাল তৈরি করতে সমবেত হচ্ছেন সাতটিরও বেশি দেশ থেকে আসা শতাধিক শিল্পী। প্রাণের গান, মনের গান এবং অন্তরের গান লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১৬:১৬
Share:

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সুরের ইন্দ্রজাল তৈরি করতে সমবেত হচ্ছেন সাতটিরও বেশি দেশ থেকে আসা শতাধিক শিল্পী। প্রাণের গান, মনের গান এবং অন্তরের গান লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’।

Advertisement

দেশ জুড়ে সাড়া জাগানো ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫-র ধারা অব্যাহত রেখে সান ইভেন্টস আয়োজন করছে তিন দিন ব্যাপী এই উৎসবের। আজ ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশ সহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো।
আয়োজকরা জানান, সন্ধ্যা ৬টায় শুরু হয়ে আয়োজন চলবে ১২টা পর্যন্ত। এ আয়োজনে আজ পর্যায়ক্রমে গাইবেন আবদুর রহমান বাউল (বাংলাদেশ), টুনটুন বাউল (বাংলাদেশ), সাইমন থ্যাকার্স সাভারা (মার্কিন যুক্তরাষ্ট্র) সঙ্গে রাজু বাউল (বাংলাদেশ) এবং ফরিদা ইয়াসমিন (বাংলাদেশ), জাভেদ বশির (পাকিস্তান) ও হিসেবে মমতাজ বেগম (বাংলাদেশ)।

দ্বিতীয় দিনে গান পরিবেশন করবেন- জালাল (বাংলাদেশ), লতিফ সরকার (বাংলাদেশ), শফি মণ্ডল (বাংলাদেশ), লাবিক কামাল গৌরব (বাংলাদেশ), ইন্ডিয়ান ওশান (ভারত), কৈলাস খের (ভারত), কারেন লুগো (স্পেন), রিকার্ডো ম্যেরো (স্পেন) এবং প্রসাদ (কানাডা)।

Advertisement

আরও পড়ুন...
মোনায়েমের হত্যাকারী দুঃসাহসী মোজাম্মেল হকের স্মৃতিচারণ

শেষ দিনে গান পরিবেশন করবেন- সুনীল কর্মকার (বাংলাদেশ), বারী সিদ্দিকী (বাংলাদেশ), তাপস এন্ড ফ্রেন্ডস (বাংলাদেশ), নুরান সিস্টার্স (ভারত), সুশীলা রামান (যুক্তরাজ্যে), স্যাম মিলস (যুক্তরাজ্যে) এবং সমাপনী শিল্পী পবন দাস বাউল (ভারত)।
অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটি এবং এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে। বিস্তারিত জানার জন্য কল করতে হবে ১৬৩৭৪ নম্বরে।
নিরাপত্তার কারণে অনুষ্ঠানস্থলে কোনও ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। এ ছাড়া মাঠে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা থাকবে না। অনুষ্ঠানস্থল থেকে এক বার বের হলে আর ভিতরে প্রবেশ করা যাবে না। বাইরে থেকে খাবার এবং পান আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনূর্ধ্ব ১০ বছরের শিশুরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না। দর্শকদের প্রত্যেককে কোনও না কোনও সটিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভেন্যুতে বিনামূল্যে বিশুদ্ধ জল পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement