ঢাকা শহরের মাছবাজার এখন ইলিশে ভরপুর। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, সে কারণেই বাজারে আমদানি বাড়ায় আগের তুলনায় দাম এখন অনেক কম। দাম কমায় ইলিশের ক্রেতাও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। সারা বছর আগুনদামের ইলিশ এখন মধ্যবিত্তের নাগালে। তাঁরা কিনছেনও মহা আনন্দে।
রাজধানী ঢাকার বেশ কয়েকটি মাছের বাজার ঘুরে দেখা গিয়েছে, প্রতি জোড়া ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে চোদ্দশো (বড়), ৬০০ থেকে ৮০০ (মাঝারি) এবং ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায়।
ঢাকার সবচেয়ে বড় মাছের বাজার কারওয়ান বাজারের কয়েক জন ইলিশ বিক্রেতা জানালেন, বছরের এই সময়টাতে প্রচুর ইলিশ পাওয়া যায়, কারণ এখন ইলিশের ভরা মরসুম। বর্ষার কারণে জালে ইলিশ ধরা পড়ছে। এ কারণেই বাজারে ইলিশের আমদানি বেড়েছে। দামও আগের চেয়ে কমেছে। গত কয়েক বছর প্রজনন মরসুমে কড়াকড়ি ভাবে ইলিশ ধরা বন্ধ রাখা, জাটকা (ছোট ইলিশ) ধরার ক্ষেত্রে কঠোর আইনের ফলে ইলিশের সংখ্যা বেড়েছে— এমনটাই সবার ধারণা।
আরও পড়ুন: ইদের টানা ছুটিতে চেনা ঢাকা এখন অচেনা
তবে ক্রেতার মুখে ভিন্ন কথা। কারওয়ান বাজার ইলিশ মাছ কিনতে আসা কয়েক জন ক্রেতা জানালেন, মাঝারি আকারের দু’টি ইলিশ ১ হাজার টাকা দিয়ে কিনেছেন তাঁরা। তাঁদের কথায়, ‘‘ইলিশ বাড়ছে, কিন্তু দাম তো সেই অনুপাতে কমেনি। ছোট দু’টি ইলিশের দাম পড়ছে হাজার টাকা! অথচ ভরা মরসুমে এই আকারের দু’টি ইলিশের দাম ৫০০ টাকা হওয়ার কথা!’’