সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের খোঁজে চলছে উদ্ধার অভিযান। বরিশালে।
বরিশালের সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়। লঞ্চটির ভেতরে পাওয়া গিয়েছে ৪টি শিশুর মৃতদেহ। বিআইডব্লিউটি’র বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বরিশালের বানারি পাড়া উপজেলায় সৈয়দকাঠি ইউনিয়নের দাসের হাট মজিদবাড়ি লঞ্চঘাট এলাকা থেকে লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক গাজি সাইফুজ্জামান জানিয়েছেন, কেন ওই দুর্ঘটনা ঘটল, তা জানতে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। সরকারি ভাবে মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে 'এমএল-ঐশী' নামের একটি লঞ্চ বরিশালের সন্ধ্যা নদীতে ডুবে যায়। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
আরও পড়ুন- নিউ ইয়র্কে জোড়া আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনা