International

জেরার পর তামিমের বাড়িওয়ালা গ্রেফতার

সন্ত্রাসবাদী সংগঠন নিউ জেএমবি-র প্রধান তামিম চৌধুরী ও তার সঙ্গীদের বাড়ি ভাড়া দেওয়ার কথা পুলিশকে জানাননি বাড়িওয়ালা। তথ্য গোপন করার অভিযোগে পুলিশ তামিমের বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ১৩:৫৭
Share:

সন্ত্রাসবাদী সংগঠন নিউ জেএমবি-র প্রধান তামিম চৌধুরী ও তার সঙ্গীদের বাড়ি ভাড়া দেওয়ার কথা পুলিশকে জানাননি বাড়িওয়ালা। তথ্য গোপন করার অভিযোগে পুলিশ তামিমের বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক রবিবার জানিয়েছেন, তামিমের বাড়ির মালিক নুরউদ্দিন দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। তথ‌্য গোপনের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, জঙ্গিদের ওই ডেরার খবর পেয়ে শনিবার ভোরে পাইকপাড়ার কবরস্থান এলাকায় নুরউদ্দিন দেওয়ানের তিন তলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্যরা। পরে ‘র‌্যাব’ সহ অন‌্য বাহিনীগুলোও সেই অভিযানে যোগ দেয়। তাদের দেখে বাড়ির ভেতর থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টার গুলিযুদ্ধে গুলশান হামলার হোতা তামিম চৌধুরী সহ তিন জন নিহত হয়। অভিযানের পর বাড়ির মালিক নুরউদ্দিন দেওয়ান এবং তাঁর স্ত্রী ও তিন ছেলে সহ ১০ জনকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানিয়েছেন, আটক দশ জনকে জিজ্ঞাসাবাদের পর নুরউদ্দিনকে গ্রেফতার করে বাকি ন’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তামিমরা গত ২ জুলাই ওই বাড়ির তিন তলার একটি ফ্ল‌্যাট ভাড়া নিয়েছিল বলে বাড়ির মালিক নুরউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে। বাড়ি ভাড়া নেওয়ার সময় তামিমরা নাকি বাড়িওয়ালাকে বলেছিল, তারা আগে একটি ল‌্যাবরেটরিতে কাজ করত। এখন ওষুধের ব‌্যবসা করছে। এই পরিচয় দিয়েই নাকি তামিমরা প্রথমে দু’জন ওই ফ্ল্যাট ভাড়া নেয়। তবে সেখানে যে পরে তিন জন থাকত, তা বাড়ির মালিক জানতেন।

আরও পড়ুন- নিজেই নিজেকে ‘বাংলার বাঘ’ বানিয়েছিল তামিম

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement