International

দু’জন খতম হলেও জঙ্গিমুক্ত নয় সিলেটের বাড়ি, দায় নিল আইএস

সিলেটের পাঠনপাড়ার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর সঙ্গে এখনও গুলিযুদ্ধ চলছে জঙ্গিদের। এখনও পর্যন্ত দুই জঙ্গি নিহত হলেও ওই আস্তানায় এক বা একাধিক জঙ্গি জীবিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ নম্বর পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৯:৪৫
Share:

সিলেটের পাঠনপাড়ার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর সঙ্গে এখনও গুলিযুদ্ধ চলছে জঙ্গিদের। এখনও পর্যন্ত দুই জঙ্গি নিহত হলেও ওই আস্তানায় এক বা একাধিক জঙ্গি জীবিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ নম্বর পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। সাইট ইন্টেলিজেন্স বলছে, ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘আমাক নিউজ’ জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)ওই ঘটনার দায় কবুল করেছে।

Advertisement

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ নম্বর পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন, ‘‘জঙ্গিরা অত্যন্ত প্রশিক্ষিত। তাদের প্রত্যেকের শরীরেই সুইসাইডাল ভেস্ট আছে। ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে সিলেটের পাঠনপাড়ার এই পাঁচ তলা বাড়ির মধ্যে আটকা পড়ে আছে জঙ্গিরা। ভেতর থেকে গুলি ও বোমা ছুড়ে তারা ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের কাছে পিস্তল, বিষ্ফোরক ও বোমা আছে। আমরা যে গ্রেনেড ছুড়েছি, তারা সেগুলো ধরে উল্টে সেগুলি আমাদের দিকে ছুড়ছে। আমরা নিশ্চিত, দু’জন নিহত হয়েছে। এক জনের দেহে সুইসাইড ভেস্ট লাগানো ছিল। দু’জনকে দৌড়ে পালাতে দেখে আমাদের কম্যান্ডোরা গুলি চালায়। তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর এক জন সুইসাইড ভেস্ট দিয়ে বিস্ফোরণ ঘটায়।”

আরও পড়ুন- ইরানের পাল্টা! ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে জারি হচ্ছে নিষেধাজ্ঞা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement