মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছিলেন।
গতকালের বিসর্জন শোভাযাত্রার পর আজ বাংলাদেশের রাজধানীর রাজপথ মুখরিত হল ‘হায় হাসান, হায় হোসেন’ মাতমের তাজিয়া মিছিলে।
রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ পুরনো ঢাকার হোসাইনি দালানের ইমামবাড়া থেকে শুরু হয় এই মিছিল। শেষ হয় ধানমন্ডিতে গিয়ে। অবশ্য আশুরা উপলক্ষে বড় আয়োজন পুরনো ঢাকায় হোসাইনি দালান হলেও- এ বারেও তাজিয়া মিছিল বের হয়েছে ঢাকার মহম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন এবং মগবাজার থেকে।
আরও পড়ুন: হাফিজকে ‘আমেরিকার ডার্লিং’ বলে মামলার মুখে পাক বিদেশমন্ত্রী
তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছিলেন। বেশির ভাগ মানুষের পরনে ছিল কালো পোশাক। মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.)-এর সমাধির আদলের প্রতিকৃতি।
এ বারেও তাজিয়া মিছিলের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় রাস্তার দু’পাশে। এ ছাড়া মিছিলের শেষেও ছিল পুলিশের পাহাড়া। তাজিয়া মিছিল দেখতে পথের দুপাশে ছিলেন হাজারে হাজারে মানুষ।