International news

চট্টগ্রাম, সিলেট, মৌলভিবাজারের পর এ বার ময়মনসিংহে জঙ্গিবিরোধী অভিযান

জঙ্গি সন্দেহে ময়মনসিংহ শহরের কালীবাড়ি সোহাগ পার্টি সেন্টারের উল্টো দিকের একটি দোতলা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৫:৩০
Share:

চলছে অভিযান। ছবি: সংগৃহীত।

জঙ্গি সন্দেহে ময়মনসিংহ শহরের কালীবাড়ি সোহাগ পার্টি সেন্টারের উল্টো দিকের একটি দোতলা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। চট্টগ্রাম, সিলেট, মৌলভিবাজার ও কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযানের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহে এই জঙ্গি আস্তানার খবর পাওয়া গেল।

Advertisement

সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্যবেক্ষণের পর বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছু ক্ষণের মধ্যে অভিযান শুরু হবে।

বেশ কিছু দিন ধরেই সিলেট, মৌলভিবাজার ও কুমিল্লায় জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়েছে। সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে একটি বাড়িতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা পাঁচ দিন ধরে অভিযান চালান। ওই অভিযানে চার জঙ্গি নিহত হয়। অভিযান চলাকালে দু’দফা বিস্ফোরণে পুলিশ ও র‌্যাব কর্মকর্তা-সহ চার জন নিহত হন।

Advertisement

আরও পড়ুন: নব্য জেএমবি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement