বাংলাদেশে এ বার কুপিয়ে খুন করা হল অনুকূল আশ্রমের সেবককে

বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, গাইবান্ধা, যশোর, চট্টগ্রাম, নাটোর, ঝিনাইদহ- একের পর এক রহস্যজনক খুনে গোটা দেশে এখন আজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি হত্যাকাণ্ডের পুলিশী তদন্ত শুরু হওয়ার আগেই আরেক খুনের জেরে সব যেন পাল্টে যেতে বসেছে। এ অবস্থায় আজ শুক্রবার থেকে পুরো দেশে বিশেষ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালেই পাবনায় খুন হল অনুকুল চন্দ্র ঠাকুর সেবাআশ্রমের এক প্রবীন সেবক। পাবনার হেমায়েতপুরে অনুকুল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে আশ্রমের কাজ শেষ করে হাঁটতে বের হলে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ১৯:৫৪
Share:

পাবনার এই আশ্রমের সেবককেই কুপিয়ে খুন করা হয়েছে <br>আজ ভোরে। ছবি সৌজন্য: বাংলা ট্রিবিউন।

বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, গাইবান্ধা, যশোর, চট্টগ্রাম, নাটোর, ঝিনাইদহ- একের পর এক রহস্যজনক খুনে গোটা দেশে এখন আজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি হত্যাকাণ্ডের পুলিশী তদন্ত শুরু হওয়ার আগেই আরেক খুনের জেরে সব যেন পাল্টে যেতে বসেছে। এ অবস্থায় আজ শুক্রবার থেকে পুরো দেশে বিশেষ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালেই পাবনায় খুন হল অনুকুল চন্দ্র ঠাকুর সেবাআশ্রমের এক প্রবীন সেবক। পাবনার হেমায়েতপুরে অনুকুল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে আশ্রমের কাজ শেষ করে হাঁটতে বের হলে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

নিহত নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ওই আশ্রমে কাজ করছিলেন। হেমায়েতপুর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিকভাবে কোন মন্তব্য করেননি। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ৩৬-৩৭ বছর ধরে আশ্রমে কাজ করতেন নিত্যরঞ্জন। ভোর সাড়ে ৫টা-৬ টার দিকে প্রতিদিনকার মতো হাঁটতে বের হন তিনি। এসময় অতর্কিত দুর্বৃত্তরা তার উপর হামলা করে এবং নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। তবে, অনেকের ধারণা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ধারাবাহিক হত্যাকাণ্ডের যে রহস্যজনক নৃশংসতা শুরু হয়েছে, পাবনার হেমায়েতপুররে নিত্যরঞ্জনকে হত্যাও তারই অংশ। পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘাতকের এক কোপেই নিহত হন নিত্যরঞ্জন পাণ্ডে(৬২)। হত্যার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন এসপি। নিত্যরঞ্জনের মৃত্যুর বিষয়ে পাবনার এসপি বলেন, ‘নিহত নিত্যরঞ্জন পাণ্ডে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ জন্য তিনি রেগুলার (নিয়মিত) হাঁটাচলা করতেন।’ আলমগীর কবির আরও বলেন, ‘একটি কোপেই তাঁর (নিত্যরঞ্জন) মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যেভাবে ঘটনা ঘটছে, আমরা তার যোগসূত্র এখনো বলতে পারছি না। তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে যে, কারা ঘটনা ঘটিয়েছে।’ অনুকুল চন্দ্র ঠাকুর সেবাআশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ নিহত নিত্যরঞ্জন সম্পর্কে বলেন, তিনি নিরীহ মানুষ ছিলেন। কারও সাথে তার কোন শত্রুতা ছিলো বলে আমার জানা নেই। দেশব্যাপী যে হত্যাকাণ্ড হচ্ছে তারই ধারাবাহিকতায় এই হত্যা বলে তিনি দাবি করেন। এদিকে, তাছাড়া, সারাদেশে জঙ্গি ও সন্ত্রান বিরোধী যে অভিযান আজ সকাল থেকে শুরু করা হয়েছে, তার প্রথমদিনেই অন্তত ৯ শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বলেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের পরেই সিদ্ধান্ত হবে তাদের আটক করা হবে কিনা ।

আরও পড়ুন:

Advertisement

বাংলাদেশে হিন্দু পুরোহিতের গলা কাটল আইএস জঙ্গিরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement