আত্মঘাতী হয়েছেন ফাহিম শাহরিয়ার নামে এই মডেল।
ফেসবুকে একটি স্ট্যাটাস। সেখানে নিজের প্রেম এবং ব্রেকআপের কথা ফলাও করে লিখেছেন এক যুবক। পেশায় তিনি একজন মডেল। পোস্টটি শেয়ার হওয়ার পর পরই ওই মডেলের মৃত্যুর খবর ছড়াল। জানা গেল, আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
গত সোমবার মোহম্মদপুরে নিজের বাড়ি থেকেই ফাহিম শাহরিয়ার নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ফাহিম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
ঢাকার ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ থেকে ব্যাচেলর অব রিয়েল এস্টেট নিয়ে পড়াশোনা করেছেন ফাহিম। মডেলিংয়ের পাশাপাশি আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন:
রাজনীতির প্যাঁচেই আটকে বাংলাদেশ ভবন
১২ দিনে বাবা-মাকে হারাল পাইলট পুত্র
ফাহিমের পরিবার সূত্রে খবর, তিন বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। মেয়েটিও ছিল পেশায় এক জন মডেল। দু’জনে বাইরে একসঙ্গে ঘুরতে যেতেন বলেও জানিয়েছেন ফাহিমের পরিবারের লোকজন। বেশ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে দেয় মেয়েটি।
ফেসবুকে ফাহিমের সেই পোস্ট।
তার পরই অবসাদে ভুগছিলেন ফাহিম। সোমবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে ফাহিম লেখেন, ‘‘…আমার জন্য এত দিন যিনি মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি আজ থেকে তার পথের কাঁটা সরে গেলো। দোয়া রইলো তার জন্য তিনি যেন সুপারস্টার হন, তার সুনাম ছড়িয়ে পড়ুক চারিদিকে এই কামনাই করি….।’’
দু’ভাইবোনের মধ্যে ফাহিমই বয়সে বড়। গত ১৭ ফেব্রুয়ারি তাঁর মা রাশেদা আক্তার রেনু প্রয়াত হয়েছেন। ঢাকার মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন, ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন ফাহিমের বাবা জাহাঙ্গীর আলম জাহান। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।