Bangladesh News

ঢাকায় বিস্ফোরক-সহ পাঁচ জেএমবি জঙ্গি আটক

ঢাকার উত্তরা ও আদাবর এলাকা থেকে বিস্ফোরক-সহ পাঁচ জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ধৃতেরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সরওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে বৃহস্পতিবার র‍্যাবের তরফে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৬:১৮
Share:

ঢাকার উত্তরা ও আদাবর এলাকা থেকে বিস্ফোরক-সহ পাঁচ জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ধৃতেরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সরওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে বৃহস্পতিবার র‍্যাবের তরফে জানানো হয়েছে।

Advertisement

র‌্যাবের দাবি, আটক হওয়া পাঁচ জঙ্গির মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয়-সহ বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। অন্য দিকে, পুলিশের একের পর এক অভিযানে নাকাল জেএমবির সদস্যেরা ভোলবদলের জন্য সাংগঠনিক সিদ্ধান্তে দাড়ি কেটে ফেলছে বলে জানা গিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী যাতে সহজেই তাদের চিহ্নিত করতে না পারে সে জন্যই এ সিদ্ধান্ত নিচ্ছে তারা। এমনকী, পাজামা-পাঞ্জাবির বদলে জিন্স টি-শার্ট পরতেও নির্দেশ দেওয়া হয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্বকে।

জঙ্গি বিষয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছেন এমন নিরাপত্তা কর্মকর্তারাও বলছেন, ওরা প্রতিনিয়ত তাদের কৌশল পাল্টায়। আগে দাড়ি-টুপি সাধারণ ব্যাপার ছিল। এখন সাংগঠনিক ভাবেই দাড়ি রাখা বা টুপি না পরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। স্মার্ট ও আধুনিক তরুণদের মতো চলাফেরা করে তারা। সম্প্রতি ডিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকেও জঙ্গিদের নতুন কৌশল নিয়ে আলোচনা হয়।

Advertisement

আরও পড়ুন: জন্মদিনের তথ্য ভুয়ো, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement