বাড়ি না বলে তাকে অট্টালিকা বলাই ভাল। এক দিকে গোয়ার সবুজ পরিবেশ, অন্য দিকে নীল-সাদা আভা, এই দু'য়ে মিলে বাড়িটির সৌন্দর্য যেন অসাধারণ।
তবে সেই বাড়িটিই এখন উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। সম্প্রতি যুবরাজ সিংহ তাঁর এই বাড়িটি ভাড়া দিতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছেন।
কেউ যদি গোয়ায় বেড়াতে গিয়ে সেই বাড়িতে থাকতে চান, তা হলে সংশ্লিষ্ট সংস্থার মারফৎ তাঁকে ওই বাড়িটি বুক করতে হবে।
শুধু তাই নয়, রয়েছে যুবরাজের সঙ্গে ভার্চুয়ালি কথা বলার সুযোগও।
ঝাঁ চকচকে ঘর থেকে বিলাসবহুল ডাইনিং, স্যুইমিং পুল থেকে ওপেন টেরেস। সামনে সমুদ্র। এই বাড়ি কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয়।
যেখানে বসে কফি কাপ হাতে উপভোগ করা যাবে সকালের সূর্যোদয় থেকে বিকেলের সূর্যাস্ত।
এমন অভিজাত হোটেলের ভাড়া গুনতে পকেটে টান ধরে অনেকেরই l যদিও যুবরাজের এই বাড়ির ভাড়া অত্যন্ত কম।
জানা গিয়েছে এই বাড়ির দৈনিক ভাড়া মাত্র ১,২১২ টাকা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই।
তা ছাড়া থাকছে গোয়ার সৈকতে ই-বাইকে চড়ে ভ্রমণের সুযোগ এবং দারুণ সব জিভে জল আনা খাবার।
সব মিলিয়ে আগামী দিনে ভ্রমণপিপাসুদের কাছে এই জায়গাটি হতে চলেছে স্বর্গের সমান।