Durga Puja 2020

কেতাদুরস্ত এই রিস্ট ব্যান্ডে ধরা পড়বে করোনার উপসর্গ

কোভিড-১৯ এর কয়েকটি সাধারণ উপসর্গকে আগাম জানিয়ে দিচ্ছে এই রিস্ট ব্যান্ড।

Advertisement

স্বপন দাস

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩
Share:

পুজোর সময় সবাই চাইছেন একটু শান্তি। চাইছেন নিরাপদে আনন্দ উপভোগ করতে। করোনা আবহে সেই আনন্দের ছোঁয়া পেতে আমরা সবাই মরিয়া। যে ভাবেই হোক ভয় ও আতঙ্ককে এক লহমায় দূরে সরিয়ে দিতেই হবে। সেদিকে তাকিয়ে সবাই। লড়াই করার নানা অস্ত্র খুঁজছেন প্রত্যেকে।

Advertisement

সম্প্রতি একটি ঘড়ি, না, ঘড়ি বললে ভুল বলা হবে, একটি রিস্ট ব্যান্ড বলতে পারেন, আবার স্মার্ট ওয়াচ বললেও ভুল হবেনা। এটি সারা পৃথিবীতে আলোড়ন ফেলেদিয়েছে। এটাই হতে পারে সেই অস্ত্র। কেন? কিছুই নয়, এই ঘড়ি বা রিস্ট ব্যান্ড কেউপরে থাকলে, এর ভিতরে থাকা সেন্সর জানিয়ে দিচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত কি না। কোভিড-১৯ এর কয়েকটি সাধারণ উপসর্গকে আগাম জানিয়ে দিচ্ছে এই রিস্ট ব্যান্ড।এই যন্ত্রটির নাম GOQii Vital 3।

কী কী উপসর্গ?

Advertisement

এই রিস্ট ব্যান্ডটির নাম GOQii Vital 3।

আরও পড়ুন : ইন্টারনেটের ফাইভ-জি খুলে দেবে নতুন দুনিয়া

ফলে, আপনাকে থার্মাল স্ক্যানিংয়ের সামনে দাঁড়াতে হচ্ছে না, আপনার হৃদযন্ত্রটি যে সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে বা আপনার ফুসফুসটিও যে স্বাভাবিক ভাবে কাজ করছে, সেটাও আগেভাগে জানতে পারছেন আপনি। মনের মধ্যে থাকা নানা ভয়কে দূরে সরিয়ে দিয়ে বেরিয়ে পড়ছেন পুজোয়। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি কিন্তু মানতেই হবে আগামী বেশ কয়েকটা মাস। তবেই জেতা যাবে করোনার বিরুদ্ধে এই লড়াই।

আরও পড়ুন : মোবাইলের স্ক্রিনে আঙুল ছোঁয়ান, যন্ত্র করবে ঘর ঝাড়পোঁছ

প্রথম সারির করোনা যোদ্ধা মুম্বই পুলিশের ১০০০ কর্মীকে সম্প্রতি এই রিস্ট ব্যান্ড উপহার দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

কোথায় পেতে পারেন এই রিস্ট ব্যান্ড, আর দামটাই বা কত?

অনলাইনে পাবেন। দাম চার হাজার টাকার মধ্যেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement