2019 Durga Puja Offers

স্মার্ট ফোন আর ক্রোমকাস্টের যুগলবন্দিতে টেলিভিশনের নয়া দুনিয়া

আপনি ক্রোমকাস্টকে ডিজিটাল মিডিয়া প্লেয়ার বলতে পারেন।

Advertisement

স্বপন দাস

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৫
Share:

ক্রোমকাস্ট

সে দিন অফিসের ঘোষদা গল্পটা বলছিলেন। শুনে তো চুল সিধে হওয়ার জোগাড়! টান টান এমন গল্প! উত্তেজনায় একেবারে মুচমুচে। আর ঘোষদাও বেশ জমিয়ে গল্প বলতে পারেন। কিন্তু নিজের চোখে দেখা, আর কারও মুখে গল্প শোনা— দুটোর মধ্যে একটা ফারাক তো থাকেই।

Advertisement

ঘোষদা অনবদ্য বললেও মনটা বলছিল, এক বার দেখলে হত। স্মার্টফোনে নেটফ্লিক্স আছে বটে, কিন্তু ওই ছোট্ট স্ক্রিনে কি আর মন পোষায়! দু’-এক বার চেষ্টাও করা গেল দেখার। কিন্তু, বারে বারেই মনে হতে থাকে, টিভির মতো একটু বড় পর্দায় যদি দেখা যেত! কিন্তু বাড়ির টিভিটা তো সেই পুরনো আমলের, একেবারেই আনস্মার্ট।

এ বার ওই বোকা-টিভিটাকেই স্মার্ট বানানো যাবে। গুগলের হাত ধরে আপনি আপনার পুরনো টিভিতেই দেখতে পাবেন নেটফ্লিক্স, অ্যামাজন, হটস্টারের মতো অ্যাপ-নির্ভর সম্প্রচার। ধাঁধাঁর মতো লাগছে? আসলে জিনিসটার নাম ক্রোমকাস্ট। সহজ কথায় আপনি তাকে ডিজিটাল মিডিয়া প্লেয়ার বলতে পারেন।

Advertisement

কী ভাবে কাজ করবে এই ক্রোমকাস্ট?

দেখতে গোলাকার এই ক্রোমকাস্ট অনেকটা ডঙ্গলের মতো। আপনার বাড়ির পুরনো এলইডি বা এলসিডি টিভির এইচডিএমআই পোর্টে তাকে কানেক্ট করতে হবে। এ বার আপনার স্মার্টফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটি ক্রোমকাস্টের প্রযুক্তিকে সাপোর্ট করবে। আসলে আপনার মোবাইলের সঙ্গে টিভির সংযোগ করবে ওই ক্রোমকাস্ট। যেহেতু ক্রোমকাস্ট গুগলের, তাই তারাই নিয়ে এসেছে ক্রোমকাস্ট অ্যাপ। আপনার মোবাইলের সেটিংসে থাকতেই হবে স্ক্রিন শেয়ার অপশনটি। ব্যস, এ বার আপনি আপনার বোকা টিভিতেই দেখতে থাকুন নেটফ্লিক্সের রোমহর্ষক সব ওয়েব সিরিজ। বা হটস্টারে দেখুন মনপসন্দ সিরিয়াল। যা এত দিন মোবাইলে, ল্যাপটপে বা কম্পিউটারে দেখতেন, এখন সেগুলিই দেখা শুরু করুন বাড়ির পুরনো টিভিতে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে পকেটে রাখতে পারেন শাওমি-র ‘কে’ সিরিজের ফোন

ক্রোমকাস্ট ইতিমধ্যেই বহির্ভারতে খুব জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আমাদের দেশে তেমনটা এখনও হয়নি। নেটফ্লিক্সের মতো ওয়েব মিডিয়ার হাত ধরে বিদেশে এখন প্রায় ঘরে ঘরেই ক্রোমকাস্টের ব্যবহার। বৈদ্যুতিন বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বিনোদন জগতের একটা বড় অংশ চলে যাবে ওয়েব কোম্পানিগুলোর হাতে। এখন তো বাংলাতেও ওয়েব বিনোদন শুরু হয়ে গিয়েছে। সে সব বেশ জনপ্রিয়ও। সেখানে সিনেমা থেকে ধারাবাহিক দেখানো যেমন হচ্ছে, তেমনি প্রেক্ষাগৃহের মতো নতুন সিনেমা রিলিজও হচ্ছে।

আরও পড়ুন: এ বছর পুজোয় বাড়িতে আসুক ‘সাইড বাই সাইড’ রেফ্রিজারেটর

গুগলের মতো অ্যাপল, অ্যামাজনও এমন কার্যকরী ডিভাইস এনেছে বাজারে। অ্যামাজন-এরটা বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে— ফায়ার স্টিক। অনলাইনে এই ডিভাইস পাওয়া যাচ্ছে। দামও সাধ্যের মধ্যে, ছাড় দিয়ে প্রায় সাড়ে তিন হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement