Durga Puja 2024 Releases

উৎসবের মরসুমে আসছে একগুচ্ছ বাংলা ছবি, জেনে নিন কবে কোনটির মুক্তি

যতই একালের প্রজন্ম ওয়েব সিরিজের ভক্ত হোক না কেন, পুজোর সময়ে আসা নতুন সিনেমা ঘিরে কমবেশি কৌতূহল সবারই থাকে। পুজোয় একটা দিন দলবেঁধে বন্ধুরা বা ভাইফোঁটায় ভাইবোনেরা মিলে সিনেমা দেখতে যাওয়ার মজাই আলাদা!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০০
Share:

প্রতীকী চিত্র

পুজোর সঙ্গে কেনাকাটা, সাজগোজ যেমন ওতপ্রোত ভাবে জড়িয়ে, তেমনই পুজোবার্ষিকী, পুজোর গান, পুজোর সিনেমারও যোগাযোগও ততটাই গভীর। দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা, বড়দিন মিলিয়ে টানা কয়েক মাস থাকে উৎসবের আমেজ। এই সময়টায় আসতে চলেছে একঝাঁক নতুন বাংলা ছবি। যতই একালের প্রজন্ম ওয়েব সিরিজের ভক্ত হোক না কেন, পুজোর সময়ে আসা নতুন সিনেমা ঘিরে কমবেশি কৌতূহল সবারই থাকে। পুজোয় একটা দিন দলবেঁধে বন্ধুরা বা ভাইফোঁটায় ভাইবোনেরা মিলে সিনেমা দেখতে যাওয়ার মজাই আলাদা!

Advertisement

চলুন ঝটপট দেখে নিই এ বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কোন কোন বাংলা ছবি মুক্তি পেতে চলেছে।

পরিচয় গুপ্ত

Advertisement

পরিচালক: রণ রাজ (ডেবিউ ফিল্ম)

অভিনয়ে: ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, দর্শনা বণিক

প্রযোজনা: পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাঃ লিঃ ও পান্ডে মোশন পিকচার

মুক্তি: ২০ সেপ্টেম্বর

বিশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক জমিদার ও তাঁর প্রত্নতত্ত্ববিদ বন্ধুকে ঘিরে এই জমজমাট থ্রিলার।

টেক্কা

পরিচালক: সৃজিত মুখোপাধ্যায়

অভিনয়ে: দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী

প্রযোজনা: দেব এন্টারটেন্টমেন্ট ভেঞ্চারস্

মুক্তি: ৮ অক্টোবর

‘টেক্কা’য় থাকছে তথাকথিত সমাজের বিরুদ্ধে এক আধুনিক নারীর লড়াইয়ের কাহিনি।

বহুরূপী

পরিচালক: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়

অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়

প্রযোজনা: উইন্ডোজ প্রোডাকশন

মুক্তি: ৮ অক্টোবর

প্রেম, প্রতিদ্বন্দ্বিতা ও অ্যাকশন নিয়ে গড়ে উঠেছে ছবির প্লট।

যত কাণ্ড কলকাতাতেই

পরিচালক: অনীক দত্ত

অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, কাজী নওসাবা আহমেদ

প্রযোজনা: ফ্রেন্ডস কমিউনিকেশন

মুক্তি: অক্টোবর

এই ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে

খাদান

পরিচালক: সুজিত রিনো দত্ত

অভিনয়ে: দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল

প্রযোজনা: সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেন্টমেন্ট ভেঞ্চারস্‌

মুক্তি: ২০ ডিসেম্বর

পুরুলিয়া থেকে দামোদর উপত্যকায় কাজ করতে আসা শ্যাম নামে এক শ্রমিকের গল্প থাকছে এই ছবিতে।

শাস্ত্রী

পরিচালক: পথিকৃৎ বসু

অভিনয়ে: মিঠুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী

প্রযোজনা: সোহমস্‌ এন্টারটেন্টমেন্ট

শুভমুক্তি: ৮ অক্টোবর

পরিমল নামের এক ব্যক্তির ‘পরিমল বাবা’ হয়ে ওঠার কাহিনি। যে নাকি মানুষকে তার ভবিষ্যত বলে দিতে থাকে।

আমার বস

পরিচালক: নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়

অভিনয়ে: রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী মুখোপাধ্যায়

প্রযোজনা: উইন্ডোজ প্রোডাকশন

শুভমুক্তি: ২০ ডিসেম্বর

বাড়ি ও কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কের বিভিন্ন আঙ্গিক নিয়ে একটি হৃদয়গ্রাহী ছবি।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement