ধর্মের ঢাক ছবি সোমনাথ দাশগুপ্ত
আমাদের পুরানো পাড়ার পূজোয় আলানদা ঢাক বাজাতে আসত দখনো থেকে। আমাদের ঢাকের বোল শিখিয়েছিল। ঢোল আর ঢাকের তফাত চিনিয়ে ছিল আলান'দা। ছোটদাদু বলত, আলানের ঢাক কথা বলে। পূজার শেষে আলান দা বাড়ি বাড়ি ঘুরত। মা ওকে ধূতি আর টাকা দিত।
টানা পাঁচ বছর আলান বাজিয়ে ছিল। অঘটনটা ঘটেছিল ছয় বছরের মাথায়। আলান ষষ্ঠীর সকালে ঢাকে কাঠি দেবার সঙ্গে সঙ্গে কানাইদা দলবল নিয়ে চড়াও হল। চড়চাপড়, চীৎকার শুনে সবাই দৌড়ে এল। কানাই'দা তখনও চেঁচাচ্ছে,বছর বছর আমাদের ঠকিয়েছে, ওর আসল নাম আলম। ও মুসলমান। আলান একটা কথা বলেনি। ছোটদাদু ওকে সরিয়ে নিয়ে যায়। পরের বছর জোড়া ঢাকি এল। ছোটদাদু ম্লানমুখে বলেছিল, ভালই, তবে আলানের মত নয়।
এই প্রতইবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।