বিসর্জনের বাদ্য ছবি সিদ্ধার্থ সেনগুপ্ত
দুর্গাপুজোর জন্য ছোটোবেলা থেকেই দিন গুনতাম আমরা। আমাদের আনন্দটা একটু বেশীই ছিল, বাড়ির পুজো বলে কথা! সারাদিন হই-হুল্লোর, বাড়ি ভর্তি লোকজন! তার পর বড় হয়ে কলেজে ঢুকলাম। সেখানকার কিছু বন্ধু বাড়ির পুজো দেখবে বলে প্রতি বছর অষ্টমীর দিন আমাদের বাড়িতে আসতো। ওদেরই মধ্যে একজন, সুমি। আমাদের যখন লাস্ট ইয়ার, তখন হঠাৎই জানা গেল সুমি কলকাতার টাটা মেমোরিয়ালে ভর্তি, বোন্ ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট করাতে হবে। আমরা ছুটলাম হসপিটালে। ও সেদিন আমায় বলে ছিল, "আর বোধ হয় পুজোতে তোদের বাড়ি যাওয়া হলো না রে!" সেই শেষ কথা ওর সাথে। এখনও পুজো আসলেই সব কিছু ছাপিয়ে সুমির বলা শেষ কথাগুলো চারপাশে যেন প্রতিধ্বনিত হতে থাকে। মন খারাপ জমে ওঠে ঢাকের বাদ্যি ছাপিয়ে।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ