শরতের অরুণ আলোয় ছবি সমীরণ কুন্ডু
কর্মসূত্রে গত চার বছর আছি সাহারা মরুভূমির অন্তর্গত মালির কিডাল শহরে। আজন্ম আমি ছিলাম হুগলীর আরামবাগে। দেশের বাড়িতে সবুজ ধানক্ষেতের পাশে সাদা কাশফুলের মাথা দোলানো শরতের আগমন বার্তা দিত। ক্যালেন্ডারে শরৎ এখানেও আসে, তবে প্রকৃতি সাজে না। মরুভূমির মাঝে কাশের অবকাশও নেই। তাই গত অক্টোবরে কোভিডের বাড়বাড়ন্ত কমলে যখন বাড়ি গেছিলাম তখন কাশের বীজ সাথে করে ফিরেছিলাম। কিডালে আমার ভাড়া বাড়ির বারান্দার দু'টো টবে করে লাগিয়ে দিয়ে ছিলাম সেগুলো।
এ বছর তাতে ফুল ফুটেছে। বারান্দায় চেয়ারে বসে দু'গোছা কাশের মাঝ দিয়ে সূর্যোদয় দেখা আমার রোজের রুটিন। মরুভূমির দেশেও সকালটা শুরু হয় দেশের শরত স্মৃতির গন্ধ মেখে।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ