দিবাকর- প্রতীকী ছবি
পুজোর সপ্তমী। গোলপার্কের দিক থেকে আসছে দিবাকর। সামনে থেকে এগিয়ে আসছে সদ্য ফোটা অনাঘ্রাত এক সজীব হাসি মুখ। স্বপ্ন ধরে, এক এলো চুলের কালো মাথা সমস্ত সুঘ্রাণ নিয়ে ওর বুকে। স্বপ্ন ভাঙে, অন্যের হাতে হাত চলে যায় সে উদ্ভাস। ঠিক তখন, সামনে হাত বাড়িয়ে কচি ক্লিষ্ট এক বালিকা মুখ। কটা টাকা দেবে, খাব। চল আমার সঙ্গে। এক সঙ্গে যাই গড়িয়াহাট বাজারের এক পাইস হোটেলে। ডাল ভাত আর মাছ খাই পেট ভরে। উজ্জ্বল তৃপ্ত মুখ দেখে নিজেকে সত্যিই মনে হয় দিবাকর।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।