নজরে রাখুন ইলেকট্রিক কানেকশন
ভালবাসায় ঘেরা আপনার ভাল বাসা, সেটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব একান্ত আপনারই। মায়ের আগমনীর আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সাজ সাজ রব। পুজোর আবহে নজরে রাখুন আপনার বাড়ির আগুন নির্বাপণ ব্যবস্থাপনায়। আর যদি এখনও সেই ব্যবস্থা আপনার বাড়িতে না থাকে তাহলে দেরি না করে সতর্ক হন। পুজোর সময় বাড়িতে অনেক অতিথি আসবে ফলে রান্নার আয়োজন হবে জোরকদমে। তাছাড়া অতিথিদের মধ্যে ছোট সদস্যও থাকতে পারে যারা সারাদিন হইহই করে বাড়ি মাথায় রাখবে। আর তারা কখন কী কাণ্ড ঘটাবে সেটা তো আঁচ করা দায়! তাই অগ্রিম সতর্কতাই একমাত্র পথ।
বাচ্চাদের সাবধানে রাখুন
অগ্নি নির্বাপণের জন্য এই জিনিসগুলি বাড়িতে রাখুন —
সতর্ক থাকুন আগুন থেকে
চট করে আগুন লেগে যাবে এমন জিনিসগুলি সাবধানে রাখুন। পুজোর সময় ঠাকুর ঘরে মোমবাতি, প্রদীপ, ধুপ, ধুনো ইত্যাদি জ্বালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সর্বোপরি বাড়িতে একটি ছোট হলেও অগ্নি নির্বাপণ যন্ত্র রাখুন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।