Durga Puja 2023 Theme

নৌকার আদলে তৈরি মণ্ডপ! দেখতে পাবেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে

পুজো। দক্ষিণ কলকাতার রীতিমত নামকরা এই পুজো দেখতে ভিড় উপচে পড়ে প্রতি বছর। এই বছরেও মণ্ডপ ও থিমে চমক দিতে পিছিয়ে নেই উদ্যোক্তারা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:৪০
Share:

৬১ তম বর্ষে পা দিল গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো। দক্ষিণ কলকাতার রীতিমত নামকরা এই পুজো দেখতে ভিড় উপচে পড়ে প্রতি বছর। এই বছরেও মণ্ডপ ও থিমে চমক দিতে পিছিয়ে নেই উদ্যোক্তারা।

Advertisement

বিগত নয় বছর ধরে সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজো ধারাভিকতা বজায় রেখে এসেছে নিজেদের পুজোর ধাঁচে ও ধারায়। এই বছরের থিম ‘দরিয়া পার’। মণ্ডপ তৈরি হয়েছে নৌকার আদলে।

তার সাজ সজ্জা ঘিরে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের বুকে নানা তরঙ্গের বিন্যাসকে। দেবী প্রতিমা নিজেই সেই নৌকায় আসীন। তাঁর মাথার উপরে দেখা যাচ্ছে আরও এক নৌকা। আসলে জীবনের প্রতি মুহুর্তে উত্থান ও পতনকেই তুলে ধরা হয়েছে এ বিশেষ মণ্ডপসজ্জায়।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement